আলাপ:বাঙালি হিন্দু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাই উইকিপিডিয়া তে যা ইচ্ছা তাই লিখ কেনো[সম্পাদনা]

@Meghmollar2017 আসসালামু আলাইকুম। ভাই উইকিপিডিয়া তে যা ইচ্ছা তাই লিখ কেনো। আমি এতো তথ্য সংগ্রহ করে নিবন্ধটি সাজাইছি। সবগুলো ডিলেট কইরা আবার আগের ভুল তথ্য গুলো বসাইছো।🙄 শাহরিয়ার হাসান (আলাপ) ১৩:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@শাহরিয়ার হাসান, আপনি বললেন আপনি নিবন্ধটি সাজিয়েছেন। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি কারণ দেখানো ছাড়াই নিবন্ধের তথ্য সরিয়ে দিয়েছেন। উইকিপিডিয়া তার নিবন্ধ সাজানোর জন্য নিজস্ব নীতিমালা রেখেছে। আপনি ইচ্ছামতো তথ্য যোগ-বিয়োগ করতে পারবেন না। উইকিপিডিয়া কারও একার মাধ্যমে তৈরি হয়নি। বহুদিন ধরে বহু মানুষের পরিশ্রম্ব তৈরি হয়েছে। এখানে ভালো সম্পাদনাও যেমন হয়, খারাপ-ধ্বংসপ্রবণ সম্পাদনাও হয়। ভালোগুলো যেমন রাখা হয়, তেমনি ধ্বংসাত্মক সম্পাদনাও পুনর্বহাল করে নেওয়া হয়। এখানে আপনি-আমি যা ইচ্ছা তাই লিখতে পারি না। উইকিপিডিয়ার নিয়ম আপনাকে সেই সুযোগ দেয় না। — আদিভাইআলাপ০৭:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]