আলাপ:বাউড়ি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাউরি/বাউড়ী[সম্পাদনা]

বাউরি/বাউড়ী হিন্দু স্মপ্রদায়ের এক জাতি বিশেষ । এদের বেশিরভাগ ভারতে বাস করে । বাউরি/বাউড়ী সম্প্রদায়ের লোক বাঙ্গলাদেশেও আছে । কিছু পরিমান বাউরি/বাউড়ী পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে থাকে । চা বাগানের লোক সম্প্রদায়ের ভেতরও বাউরি/বাউড়ী পাওয়া যায় । তাদের বেশীর ভাগ চুরুলিয়া থেকেই এসেছে । এরা জাতি হিসেবে সহজ ও ভদ্র । এরা ভিষণ শক্তিশালী ও সাহসী হয় । পূর্বে এরা বীর সৈনিক হিসেবে রাজাদের সহচরের কাজ করত । বাঙ্গিলাদেশের দের জীবন যাত্রার মান পশ্চিমবঙ্গের বাউরি/বাউড়ী-দের তুলনায় যথেষ্ট ভালো । কথিত আছে মহামুনি কৈশ্যপ এর সেবিকা মুনি কাপড় ধৌত করার সময় কাপড়ে লেগে থাকা বীর্যকে আঠা/ময়লা ভেবে তা দাঁত দিয়ে তোলার চেষ্টা করেন এবঙ্গি ফলশ্রুতিতে বাউরি/বাউড়ী নামে এক পুত্রের জন্ম হয় । অনেকের ধারনা এর থেকেই বাউরি/বাউড়ী জাতির উতপত্তি । আবার ধারনা করা হয় এরা পেশাগত ভাবে দ্বায়িতশীল হওয়ায় তাদের জীবন ছিল ব্যস্তময় ও অগোছালো । তাই তাদের বলা হয় বাউড়ী বা বাউল । বাউড়ীরা স্বভাবতই উদাসীন ও ভাবুক প্রকৃতির হয় । একদা এক বাউরি/বাউড়ী লোকের ভক্তির দরুন তার হাত থেকে শ্রী জগন্নাথ মহাপ্রভুর আম প্রসাদ হিসেবে গ্রহনের এক বাস্তব ঘটনা প্রচলিত থাকায় বাউরি/বাউড়ী -রা মহাপ্রভুর সেবক হিসেবে নিজেকে নিযুক্ত করার সামর্থ্য রাখার কারনে এরা প্রভুর দাস হিসেবে বিবেচিত হয় । তাই এদের মধ্যে অনেকে বাউরি/বাউড়ী এর পরিবর্তে দাস লেখে থাকে । রাজ রাজাদের সমাপ্তি ঘটার সাথে সাথে এদের জীবন যাত্রার মানও নিচে নামতে থাকে ।