আলাপ:বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদীদের আক্রমণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের রচনাশৈলী ও অন্যান্য প্রসঙ্গ[সম্পাদনা]

এই নিবন্ধটি একটি সামাজিক-রাজনৈতিক সমস্যা নিয়ে লেখা, সুতরাং সমস্ত ফ্যাক্ট বা বাস্তব সত্যের জন্য তো বটেই, এমনকি সমস্ত ব্যক্তিগত মতামত-জাতীয় তথ্যের পেছনে এক বা একাধিক তথ্যসূত্র দিতে হবে। কখনোই যেন মনে না হয় এটি উইকিপিডিয়ার লেখক সম্প্রদায় কোন পক্ষ নিয়ে নিজস্ব মতামতের উপর ভিত্তি করে এই নিবন্ধটি রচনা করেছে। এছাড়া বর্তমানে নিবন্ধটি পড়তে মনে হচ্ছে পত্রিকায় প্রকাশিত কোন একজন সাংবাদিকের লেখা বর্ণনাভিত্তিক ও একই সাথে বিশ্লেষণী নিবন্ধ, যেখানে ধারাবাহিক গল্পের মত বর্ণনা এবং ব্যক্তিগত মতামত-বিশ্লেষণ -- এই দুইয়ের মিশ্রণ হয়েছে। একটি সাধারণ বিশ্বকোষের নিবন্ধের মত করে লেখা হয়নি। সাধারণ বিশ্বকোষীয় নিবন্ধে এত বেশি গল্পের মত বর্ণনা থাকবে না; আর পড়তে গেলেও মনে হবে না একটি মাত্র দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণী একটি নিবন্ধ লেখা হয়েছে। নিবন্ধের স্বর বা টোন হবে নির্মোহ, নৈর্ব্যক্তিক। আমি দেখতে পাচ্ছি যে এই নিবন্ধটি ইংরেজি উইকি থেকে সরাসরি অনুবাদ করা হয়েছে, সেক্ষেত্রে ইংরেজি নিবন্ধের জন্যও আমার একই মন্তব্য প্রযোজ্য হবে (তবে সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়)। অর্ণব (আলাপ | অবদান) ০৭:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]