আলাপ:বাংলাদেশের মুক্তিযুদ্ধের বই

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৪ বছর পূর্বে "একীকরণ" অনুচ্ছেদে

একীকরণ[সম্পাদনা]

আমার মতে দুটোই থাক। দুটো দুরকম কাজে আসবে। তবে প্রকাশনা/লেখকের বিতর্কে যাবো না। কিন্তু মুক্তিযুদ্ধের বই অংশে বিষয় গুলোর বিন্যাস যথাযথ বলে মনে হয়েছে। আলাদা আলাদা ভাবে বিষয় অনুযায়ী বইইয়ের নাম পাওয়া সুবিধাজনক।লেখক অনুযায়ী বইয়ের নাম সাজালে বিষয় বিন্যাস থাকবে না। কারন একই লেখকের উপন্যাস ও গবেষণা গ্রন্থ থাকা বিচিত্র নয়। কোন ভাবে একসাথে দুটোকেই দেখানোর ব্যবস্থা করা যায় না?--তানভী (talk) ১৫:৫৩, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন

একসাথে বেশ কিছু একটি ছকেই দেখানো সম্ভব। যেমন: টেবিলে তিনটি রো-তে নাম, প্রকাশনা, গ্রন্থের প্রকার দিয়ে দেখানো সম্ভব। কেউ চাইলে যদি তালিকাটি নিজের পছন্দ অনুযায়ী ক্রমে দেখতে চায় সেটাও করা সম্ভব। — তানভির আলাপ অবদান ১৬:২৭, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

সেটাতো বুঝলাম। কিন্তু তাহলেতো আবার পুরোটা নতুন করে করতে হবে!!!  :-( বিশাল ঝামেলা!! দুটোকেই আলাদাভাবে রেখে দেয়া যায় না? --তানভী (talk) ১৬:৪০, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন

আমার জানামতে কষ্ট হলেও উইকিতে সঠিকটাই যে করতে হবে। আসলে দুটো নিবন্ধের বিষয়বস্তু পুরো এক। তাই একীকরণের প্রশ্নটি এসেছে। দেখি অন্যান্য ব্যবহারকারীরা কী মত দেন। — তানভির আলাপ অবদান ১৬:৫৮, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধদুটো আলাদা রাখা যেতে পারে, যেমন- লেখক অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং ধরণ অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বই। তবে সে ক্ষেত্রে দুটো পাতার তথ্য আরও বাড়াতে হবে। দুটো পাতাতেই এভাবে তালিকা না করে টেবিল করে তাতে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশ কাল, প্রকাশনী, ISBN ইত্যাদি তথ্য দিতে হবে। কষ্ট আরও বাড়বে। কাজটি কষ্টকর হলেও উইকিপিডিয়ার স্বার্থে আমাদের এ কাজটি করতে হবে। তবে ব্যক্তিগতভাবে লেখক অনুযায়ী বইয়ের তালিকার চেয়ে আমি ধরণ অনুযায়ী তালিকারই পক্ষপাতি। কারণ মানুষ লেখক দেখে মুক্তিযুদ্ধের বই খুজবে না। খুজবে ধরণ অনুযায়ী। তাই সম্ভব হলে দুটো তালিকা না করে ধরণ অনুযায়ী বইয়ের তালিকা করে ফেলুন। চেষ্টা করুন বইগুলো শুধু নাম না দিয়ে বাকি তথ্যগুলোও যোগড় করার।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১৫, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
প্রকাশ কাল,ISBN এ দূটো পাওয়া যথেষ্ট কষ্টকর হবে। কারণ এই লিস্টের বইয়ের নামগুলো একেক জন একেক সময়ে যোগ করেছেন। তাদের গুলো পাওয়া যাবে না। আমি আমার সংগ্রহের বইগুলোর ব্যপারে সাহায্য করতে পারি। পুরো কাজ নতুন করে যদি শুরু করতে হয় তবে সেক্ষেত্রে আমার কিছু দিন দেরী হবে।কারন আমি এখন ১৯৭১ এর সরকার নিয়ে ব্যস্ত।ওটা শেষ হবার পরও আরো কিছু কাজ সিরিয়ালে রেখেছি। ওগুলো করতে করতে হয়তো এটার কথা ভূলে যাব।তাই কেউ একজন এটা শুরু করে দিলে ভালো হয়।কপি পেস্ট করে নিলেই চলে।তবে আমার ইচ্ছে আছে কাজটা ধরার।ও ও একটা কথা ভূলেই গিয়েছিলাম। কাজটা আমি করলেই সুবিধা হবে।কারন আমার কাছে দেশের প্রায় সব প্রকাশনীর ক্যটালগ আছে। ক্যটালগ গুলোতে বিস্তারিত তথ্য থাকে।তো এটা আমার উপর ছেড়ে দিন। --তানভী (talk) ০৬:৫১, ২৫ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন

আমার মত আমরা এভাবে লিখি; তবে আমরা দুটো নিবন্ধ একত্রীকরণ করতে পারবো। পাঠকও তাঁর নিজের পছন্দমতো অ্যারোতে ক্লিক করে প্রায়োরিটি ভিত্তিতে খুঁজতে পারবেন। চাইলে এখানে আরো পয়েন্ট যোগ করা যাবে, যেমন: আইএসবিএন, প্রকাশ কাল ইত্যাদি....।

বইয়ের নাম লেখক প্রকাশনী ধরন
রাইফেল, রোটি, আওরাত আনোয়ার পাশা স্টুডেন্ট ওয়েজ উপন্যাস
আমার বন্ধু রাশেদ মুহম্মদ জাফর ইকবাল কাকলী প্রকাশনী উপন্যাস
একাত্তরের দশমাস রবীন্দ্রনাথ ত্রিবেদী কাকলী প্রকাশনী ইতিহাস

আপনাদের কী মত? — তানভির আলাপ অবদান ১৪:৩৩, ২৬ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

চালিয়ে যান। ISBN এবং প্রকাশকাল যোগ করতে পারেন, এগুলোও একটি প্রকাশনার জন্য গুরুত্বপূর্ণ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৪, ২৬ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
প্রকাশ কাল আর ISBN পাওয়া ঝামেলা আছে। সব প্রকাশনীর ক্যাটালগে এ দুটো বিষয় নেই,কিছু কিছু প্রকাশনীর আছে। যাই হোক সকাল থেকে এটার কাজ শুরু করে দেব।যত গুলোর সব ডিটেইল পাওয়া যাবে ওগুলোর সব গুলো দেব,আর বাকি গুলোর জায়গা খালি রেখে দেব।তবে আমি আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা শিরোনামে একাধিক ছক করার কথা বলব। বিষয়ের ধরন গুলো থাকবে সূচিপত্র অংশে।বাকিটা ঠিক আছে। --তানভী (talk) ২০:৩১, ২৬ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন
তানভী এর পরামর্শও বেশ কার্যকর হবে। তাই বইয়ের ধরন অনুযায়ী অনুচ্ছেদ করা যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৮, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আসলে আলোচনার মোড়টি অন্য দিকে ঘুরে গেলো। আলোচনাটি শুরু হয়েছিলো বর্তমান নিবন্ধটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা নিবন্ধের সাথে একীকরণের প্রস্তাব নিয়ে। সেটার জন্য ভাই তাঁর তানভী মত দিয়েছেন। এখন আমি বলি কী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা-এর সাথেই একীকরণ করা হোক, কারণ নামটি ডিটেইলস, আর ধরনটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। এই নিবন্ধটি একটি তালিকা গোত্রীয় নিবন্ধ। তাই নামের সাথে তালিকা শব্দটি থাকা উচিত। "মুক্তিযুদ্ধের বই" শব্দগুচ্ছটি এক দিক দিয়ে বেঠিক, কারণ মুক্তিযুদ্ধ কোনো বই লিখতে বা প্রকাশ করতে পারে না। আশা করি সবাই একটু বিষয়টা ভেবে দেখবেন ও মত দিবেন। ধন্যবাদ।

আমি নিজেও ধরন অনুযায়ী করার পক্ষে। তানভী ভাইকে বলেছি, একীকরণ করলে যেটাতে একীকরণ করা হবে তার ফরম্যাট বহাল রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে নিবন্ধটি সম্পূর্ণ ঢেলে সাজাতে পারেন। — তানভির আলাপ অবদান ০৩:৪১, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন