আলাপ:বাংলাদেশের জাতীয় পতাকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

"...শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার..."(???!!!) & আদি পতাকাটি এঁকেছিলেন স্বভাব আঁকিয়ে ছাত্রনেতা শিবনারায়ন দাশ (???!!!)[সম্পাদনা]

পতাকা তৈরি নিয়ে মিটিংয়ে বসলাম আমরা ইকবাল হলের ১০৮ নং কক্ষে। এ কক্ষটি বরাদ্দ ছিল তৎকালীন ছাত্রনেতা আসম আব্দুর রবের নামে। কাজী আরেফ আহমেদের প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হলো পতাকায় সবুজ জমিনের ওপর থাকবে একটি লাল বৃত্ত, আর লাল বৃত্তের মাঝে থাকবে পূর্ব পাকিস্তানের মানচিত্র। সবুজ জমিন বাংলার চির সবুজের প্রতীক, লাল সূর্য রক্তে রাঙা হয়ে উঠবে স্বাধীনতার সূর্য আর জন্ম নেবে একটি নতুন দেশ- সোনালি আঁশের রঙে হবে তার পরিচয়। লাল বৃত্তের মাঝখানে সোনালি রঙ্গের মানচিত্র তারই প্রতীক। সিদ্ধান্ত অনুযায়ী সবাই কাজে নেমে পড়লাম।

আঁকাআঁকিতে কুমিল্লার শিবুদার হাত ছিল ভালো। তিনি বললেন ‘আমি বাপু পেইন্ট করতে পারব, তবে মানচিত্র আঁকতে আমি পারব না’।

খসরু ভাই গেল তখন বলাকা সিনেমা হলের চারতলায় এক বিহারি দরজির দোকানে। বড় এক টুকরা সবুজ কাপড়ের মাঝে সেলাই করে আনলেন লাল বৃত্তাকার সূর্যের প্রতীক।

ঠিক করলাম হাসানুল হক ইনু আর আমি পূর্ব পাকিস্তানের মানচিত্র ট্রেসিং পেপারে ট্রেস করে নিয়ে আসব।

শিবুদা তার নিপুণ হাতে ট্রেসিং পেপার থেকে পূর্ব পাকিস্তানের মানচিত্র আঁকলেন লাল বৃত্তের মাঝে। তাতে দিলেন সোনালি রঙ। তৈরি হয়ে গেল ফেব্রুয়ারি ১৫ বাহিনীর পতাকা।

আমাদের জাতীয় পতাকার ইতিহাস, ইউসূফ সালাহঊদ্দীন আহমদ। দৈনিক আমাদের সময়, ৩ রা ডিসেম্বর, ২০০৯।

http://www.amadershomoy.com/content/2009/12/03/news0645.htm


প্রথম পতাকা উত্তোলনের স্থানে মুরাল স্থাপন[সম্পাদনা]

ছবি এখানে - http://commons.wikimedia.org/wiki/File:Shangrami_Chetona_-_DU_-_Ashfaq.jpg । উপযুক্ত মনে হলে প্রবন্ধে যুক্ত করা যেতে পারে। Aqudit (আলাপ) ০৩:৫২, ৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

পতাকার মাপ[সম্পাদনা]

@Akshar Ghosh: একটা সম্পাদনা বাতিল করতে সব করতে হল। “:খ) ১২.৫ বাই ৭.৫ ইঞ্চি (৩২০ বাই ১৯০ মিলিমিটার) (মাঝারি আকারের গাড়ির জন্য)” এটির সূত্র কি? আমি এখানে দেখতে পাচ্ছি না।--আফতাব (আলাপ) ১৬:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আসা করি সংযুক্ত করবেন[সম্পাদনা]

বাংলাদেশের পতাকার সবুজ রং দিয়ে বুঝায় তারুণ্যের শক্তি এবং বাংলাদেশ সবুজ দেশ ও লাল রং দিয়ে বুঝায় দেশের স্বাধীনতা যুদ্ধের 30 লাখ শহীদের রক্ত কে Skbalhasn (আলাপ) ১২:০১, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]