আলাপ:বর্ণের নাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

সুধী, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। ইংরেজি নিবন্ধের ভূমিকার “An important distinction must be established between color and shape.....” লাইন থেকে অনুবাদ করা হয়নি। Basic color terms অনুচ্ছেদ পুরোটা অনুবাদ হয়নি। The struggle of color term in linguistics অনুচ্ছেদ অনুবাদ হয়নি। সবশেষে, নিবন্ধে বেশ কিছু ইংরেজি শব্দ ইংরেজিতেই রয়েছে যেগুলো বাংলাতে লিখতে হবে। অনুবাদের পর পুনরায় জমা দিতে হবে না। দয়া করে সংশোধন করে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন অথবা আমি কয়েকদিন পর এমনিতেই দেখবো। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। আমি মনে করি যেসব ইংরেজি শব্দকে পালটানো হয়নি তা এই নিবন্ধের জন্য ইংরেজিতে থাকাই খুব জরুরী আর কিছু লাইনের সংক্ষেপের ব্যাপারে বলবো যদি সঠিক কোন বাংলা পাওয়া যায় তাহলে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ইংরেজি শব্দগুলো ঐ অনুবাদের জন্য পরিবর্তন না করাই ভালো। Moumita90 (আলাপ) ১৩:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে আমি ইংরেজি শব্দকে উদ্ভট কোন নামে অনুবাদ করার কথা বুঝাইনি, আমি বুঝিয়েছি যে, ইংরেজি শব্দটিই বাংলা অক্ষরে লিখার কথা :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


@Moumita90: ইংরেজি পারিভাষিক শব্দকে সর্বোচ্চ সম্ভব বাংলাতে লেখা বাংলা উইকিপিডিয়ার একটি অলিখিত মূলনীতি। যদি হাতের কাছে ইংরেজি শব্দের অনুবাদ না থাকে, তবে আপাতত বাংলা অক্ষরে লিখতে পারেন। কিন্তু যত দ্রুত সম্ভব অবশ্যই এ সংক্রান্ত বাংলা আকরগ্রন্থ বা রেফারেন্স গ্রন্থের সহায়তা নিতে হবে। এগুলি হতে পারে অভিধান, বাংলায় লেখা বিশ্বকোষ কিংবা পরিভাষাকোষ। কিন্তু ইংরেজিকে প্রাধান্য দেওয়া উচিত নয়। দরকার হলে ইংরেজি শব্দের সংক্ষিপ্ত বাংলা সংজ্ঞা সাথে সাথেই দিয়ে দিতে হবে, কিংবা এ নিয়ে বাংলা শিরোনামের আরেকটি পাতা খুলে সেখানে ব্যাপারটা বাংলায় ব্যাখ্যা করতে হবে। মোটকথা বাংলা উইকিপিডিয়াতে ব্যক্তি/স্থাননাম বাদে যেকোন বিষয়বস্তু বা ধারণার নামকরণে বাংলা ভাষার অগ্রাধিকার সর্বোচ্চ। সম্পূর্ণ বাংলা পরিভাষা প্রথম প্রথম উদ্ভট লাগতে পারে, কিন্তু ইংরেজি অক্ষরে বাংলা লেখা এর চেয়েও বেশি উদ্ভট। বাংলা অনেক সমৃদ্ধ ভাষা, যেকোন ধারণাকে প্রকাশ করার ক্ষমতা এর আছে --- এই কথাটিতে সম্পূর্ণ আস্থা আনতে ও রাখতে হবে। অর্ণব (আলাপ | অবদান) ১৪:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আরেকটি কথা। সময় ও শ্রম দিয়ে নিবন্ধটি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের জটিল বিষয়বস্তু নিয়ে লেখা নিবন্ধ অনুবাদ করা অকুন্ঠ প্রশংসার দাবীদার। অর্ণব (আলাপ | অবদান) ১৪:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বুঝতে পেরেছি। আমি ইংরেজি শব্দগুলোকে বাংলায় লিখে দিয়েছি। ধন্যবাদ। আরো কিছু পরিবর্তন করতে হলে জানাবেন। Moumita90 (আলাপ) ১৫:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি) এই নিবন্ধটিকে গৃহীত হওয়ার জন্য কি কি পরিবর্তন করতে হবে জানালে ভালো হত। Moumita90 (আলাপ) ০৮:১৩, ২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]