আলাপ:বগাকাইন হ্রদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্য বিভ্রান্তি ও তথ্য উৎস[সম্পাদনা]

বগা লেকবগাকাইন হ্রদ নিবন্ধ দুটি একত্রীকরণ করতে গিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্যের সামনে পড়েছি। শেষ পর্যন্ত বাংলাপিডিয়ার মতো একটি গবেষণা সংকলনের তথ্যগুলোকে প্রাধান্য দিয়েছি। আর বিভ্রান্তিকর যে তথ্যগুলো পেয়েছি, সেগুলোকে এখানে তথ্যসূত্রসহ স্থান দিলাম। যাতে সঠিক ও গ্রহণযোগ্য তথ্য উৎসের প্রেক্ষিতে তথ্যগুলোকে বিবেচনা করে স্থান দেয়া হয়, অথবা অপসারণ করা হয়।

বগা লেক বগা লেকের গভীরতা নির্ধারণ করা যায়নি। সম্প্রতি একটি এ্যাডভেঞ্চার ক্লাব সোনার ডিটেকশান দিয়ে এর গভীরতা ১৫১ ফুট পর্যন্ত পাওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু তা সন্দেহাতীত নয়। আরেকটি রহস্যময় ব্যাপার হলো, ভুপৃষ্ঠ হতে এতো উঁচুতে হলেও বগা লেক থেকে কোনো ঝর্ণা, নদী বা ঝিরি তৈরি হয়নি। কিন্তু প্রতিবছর শ্যাওলা, প্ল্যাঙ্কটন এবং অন্যান্য অনুজীবের কারণে কয়েকমাস পর পর লেকের পানির রঙ পরিবর্তন হয়, একই সময় কাছাকাছি অন্যান্য জলাশয়েরও রঙ পরিবর্তন হয়। ধারণা করা হয় বগা লেক থেকে কয়েকটি ভু-গর্ভস্থ নদীর জন্ম হয়েছে।[১]

বগা লেকের পানি অত্যন্ত সুপেয়। লেকের জলে প্রচুর শ্যাওলা, শালুক, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদ এবং প্রচুর মাছ এমনকি বিশালাকার মাছ রয়েছে।[১]

ধন্যবাদ। মঈনুল ইসলাম (আলাপ) ২২:২৫, ২ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের পত্রপত্রিকার অনেক তথ্যই যথাযথভাবে যাচাই-বাছাই না করেই দেয়া হয়। বিশেষ করে এরকম বক্স করা ফিচার নিবন্ধগুলোতে প্রায়ই অনেক অযাচাইকৃত তথ্য থাকে। এর বদলে বাংলাপিডিয়ার তথ্যকেই গুরুত্ব দেয়া উচিৎ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:০০, ৩ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. সাঈদ সৌম্য (জুন ২৮, ২০০৯)। "ড্রাগনের ঘর বগা লেক" (ওয়েব)দৈনিক সমকাল। ঢাকা। সংগ্রহের তারিখ জুন ৩০, ২০১০ 

সমকালের এই লেখার লেখকের নাম দেখে মনে হচ্ছে, তিনি সামহয়ারে ব্লগিং করেন সৌম্য নিকে। উনাকে ওখানে অনুরোধ করা যেতে পারে এই ব্যাপারে সূত্র দেয়ার জন্য। --রাগিব (আলাপ | অবদান) ০৪:০৬, ৯ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

বগা লেকে ঘুরে আসি ২০১২'র ফেব্রুয়ারিতে। সেখানকার লোকজন জানায় যে, বগায় প্রচুর মাছ আছে। একটা জলজ্যান্ত সত্যকে তাহলে কি আমরা শ্রেফ গ্রহণযোগ্য অথচ পুরোন তথ্যসূত্রের বরাত দিয়ে লিখে রাখবো? তাই আমি নিবন্ধে তথ্যকে পরিবর্তন না করে বরং সেখানে একটু যোগ করলাম। অবশ্যই সমকালের সেই তথ্যসূত্রসহ। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বগালেক || বগা লেক[সম্পাদনা]

এই ফেসবুক পাতার ছবিটিতে বগা লেক এলাকায় স্থাপিত একটি তথ্যবোর্ড দেখা যাচ্ছে। আমি জানি না, এই এ্যালবামটির অনুমোদন "everyone" করা কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তবে এখানে লেখা আছে "বগালেক", "বগা লেক" নয়। সে হিসেবে "বগালেক" পাতা খুলে তা এই পাতায় পূণর্নির্দেশ করছি।

দ্বিতীয় কথা: বগালেকের উচ্চতা বলা হচ্ছে ২৭০০ ফুট। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী তা মিলানো যায় না। বরং বাংলাপিডিয়ার দেয়া তথ্যের চেয়েও উঁচুতে অবস্থিত এটি। অর্থাৎ এটি ৬১০ মিটারেরও (২০০১.৩১ ফুট) অধিক উচ্চতায় অবস্থিত।

ছবিটি থেকে আরো জানা যায় এর আয়তন ১৫ একর।মঈনুল ইসলাম (আলাপ) ০১:১৭, ৯ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

প্যানোরামা যোগের বিষয়ে আলোচনা[সম্পাদনা]

বগাকাইন হ্রদ প্যনোরামা

এই বিশাল প্যানোরামাটি নিবন্ধে যোগ করেছি কোনো আলোচনা ছাড়াই। আমার মনে হয়েছে, যে ছবিতে পুরো হ্রদটাকে দেখা যাচ্ছে, এরকম একটা ছবি নিবন্ধে থাকা সুন্দর হবে— তাই আরকি। যদি মনে হয়, এতে নিবন্ধের আকার বেড়ে যাবে, কিংবা নিবন্ধের সৌন্দর্য্য ক্ষুন্ন হবে, অবশ্যই উইকিপিডিয়ার সহজপাঠের স্বার্থে ছবিটি সরানো যেতে পারে। তবে আলোচনা এখানে হতেই পারে। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:০৩, ৬ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]