আলাপ:বক্সগঞ্জ ইউনিয়ন
আলোচনা যোগ করুনএই পাতাটি বক্সগঞ্জ ইউনিয়ন নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
বক্সগঞ্জ ইউনিয়নের ইতিহাস
[সম্পাদনা]জনাব আসসালামু আলাইকুম। বক্সগঞ্জ ইউনিয়নের ইতিহাসের জায়গায় আদ্রা ইউনিয়নের ইতিহাস চলে এসেছে। বক্সগঞ্জ ইউনিয়নটি ইতিপূর্বে সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের অংশ ছিলো। যা ছিলো চৌদ্দগ্রাম থানার অধীনস্হ। এই ইউনিয়ন বোর্ড ১৯১৯ সালে গঠিত হয়। প্রথম প্রেসিডেন্ট ছিলেন অষ্টগ্রাম মানিগংগা নিবাসী তৎকালীন তালুকদার জনাব মনোহর আলী ভূঁইয়া যিনি সকলের কাছে চৌধরী মিঞা নামে পরিচিত ছিলেন। তারপর মোবারক উল্ল্যাহ ভূঁইয়া, আতু মিয়া মাষ্টার, মফিজুর রহমান সাহেব এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। উল্লেখ যে, স্বাধীনতা পরবর্তী সময়ে বক্সগঞ্জ ইউনিয়ন সাতবাড়ীয়া থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ইউনিয়ন হিসেবে আত্ম প্রকাশ করে। যার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম নজির আহমেদ ভূঁইয়া।
উল্লেখ্য এই যে, এই বক্সগঞ্জ স্থান্টি বিখ্যাত জায়গীরদার, বারো ভূঁইয়ার উপ বংশের সদস্য জায়গীরদার বক্স আলী ভূঁইয়ার নামানুসারে আনুমানিক ১৭৫০ সালে গঠিত হয়। Shozol bhuiyan (আলাপ) ১৫:৪৬, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shozol bhuiyan, কোন লাইনটি ঠিক করতে হবে তা বুঝিনি। একটু বুঝিয়ে বলুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫১, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি উইকিপেডিয়ার কথা বলিনি জনাব। আমি ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলেছি। উইকিপিডিয়াতে আমি সঠিক তথ্য দিয়ে সবাইকে সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করেছি মাত্র। যদিও এটি অধিকাংশ মানুষেরই জানা আছে। কিন্তু আধুনিক যুগ তথ্যপ্রযুক্তির যুগ তাই দুনিয়ায় সবচেয়ে বড় ভান্ডার হিসেবে আমি চাই এই তথ্যগুলো ও উইকিপিডিয়াতে যোগ করা হোক। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।্য Shozol bhuiyan (আলাপ) ১৫:৫৬, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shozol bhuiyan, আচ্ছা বুঝতে পেরেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৮, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ। Shozol bhuiyan (আলাপ) ১৬:০১, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shozol bhuiyan, আচ্ছা বুঝতে পেরেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৮, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি উইকিপেডিয়ার কথা বলিনি জনাব। আমি ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলেছি। উইকিপিডিয়াতে আমি সঠিক তথ্য দিয়ে সবাইকে সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করেছি মাত্র। যদিও এটি অধিকাংশ মানুষেরই জানা আছে। কিন্তু আধুনিক যুগ তথ্যপ্রযুক্তির যুগ তাই দুনিয়ায় সবচেয়ে বড় ভান্ডার হিসেবে আমি চাই এই তথ্যগুলো ও উইকিপিডিয়াতে যোগ করা হোক। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।্য Shozol bhuiyan (আলাপ) ১৫:৫৬, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)