বিষয়বস্তুতে চলুন

আলাপ:বংশগতি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Masum-al-hasan কর্তৃক ৭ বছর পূর্বে "অসম্পূর্ণ" অনুচ্ছেদে

অসম্পূর্ণ

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। নিবন্ধটি প্রতিযোগিতায় গৃহীত হতে হলে আপনাকে ইংরেজি নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে। দয়া করে অনুবাদ শেষ করুন। অনুবাদ শেষ হওয়ার পর নতুন করে জমা দিতে হবে না। আমি পুনরায় দেখবো। ধন্যবাদ।-মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৩:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বংশগতি হচ্ছে বাবা থেকে বৈশিষ্ট্য গুলো তাদের সন্তান সন্ততিতে অযৌন প্রজনন বা যৌন প্রজননের মাধ্যমে স্থানান্তরিত ক্ষন্সস্তায়ী জেনেটিক তথ্য। এই প্রক্রিয়া যার দ্বারা একটি সন্তানসন্ততি কোষ বা জীব অর্জন বা তার ঊর্ধ্বতন কোষ বা জীব বৈশিষ্ট্য থেকে প্রকট হয়ে যায়। বংশগতির মাধ্যমে ব্যক্তি দ্বারা বিকশিত বৈচিত্র স্তূপাকারে এবং কিছু প্রজাতির নির্দিষ্ট ফেনোটাইপ বৈশিষ্ট্যগুলো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তিত হতে পারে। জীববিজ্ঞানে বংশগতির অধ্যয়নকে জেনেটিক্স [[১]] বলা হয়,যার এপিজেনেটিক্স নামে ক্ষেত্র রয়েছে।

ফেনোটাইপিক বৈশিষ্ট্যের বংশগতি: পিতা ও বিশিষ্ট কান এবং মুকুট ছেলে

-— [[ব্যবহারকারী:{{{1}}}|{{{1}}}]] ([[ব্যবহারকারী আলাপ:{{{1}}}|আলাপ]] • [[বিশেষ:অবদান/{{{1}}}|অবদান]]) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।