বিষয়বস্তুতে চলুন

আলাপ:ফরেস্ট কোবরা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Borhan কর্তৃক ১৫ দিন আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ ফরেস্ট কোবরা প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
জুলাই ৮, ২০২৪ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত
উইকিপ্রকল্প প্রাণী (মূল্যায়ন - মান ভাল, গুরুত্ব ভাল)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প প্রাণীর অংশ, যা উইকিপিডিয়ায় প্রাণী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ভালো  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ভাল-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 ভাল  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী ভাল-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:ফরেস্ট কোবরা/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Borhan (আলাপ · অবদান) ২০:১৬, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


পর্যালোচনা

[সম্পাদনা]
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটি সুলিখিত ও তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্র দ্বারা যাচাইযোগ্য। তাই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল। বোরহান (আলাপ) ১৪:৪৩, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সূচনাংশ

[সম্পাদনা]
একটি বাদামী ফরেস্ট কোবরা ফণা তুলে রয়েছে।

ফরেস্ট কোবরা আফ্রিকাজাত এলাপিডি পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এরা কালো কোবরা বা সাদা ঠোঁটের কালো কোবরা নামেও পরিচিত। প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকায় এদের বেশি দেখা যায়। ১৮৫৭ সালে মার্কিন সরীসৃপউভচরবিদ এডওয়ার্ড হ্যালোয়েল সর্বপ্রথম নাজা মেলানোলিউকার বিবরণ দেন। ফরেস্ট কোবরা নাজা প্রজাতির মধ্যে বৃহত্তম। এদের দৈর্ঘ্য ৩.১মিটার (১০.২৩ ফুট) পর্যন্ত হয়। বৃহদাকার পতঙ্গ থেকে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী সরীসৃপ সবই এই প্রজাতির খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। এই সাপের প্রতি দংশনে নির্গত বিষের পরিমাণ গড়ে ৫৭১মিগ্রা এবং সর্বোচ্চ ১১০২ মিলিগ্রাম। উত্তেজিত এবং কোণঠাসা হলে এরা চ্যাপ্টা লম্বা ফণা মেলে দেহের অগ্রভাগ অনেকটা উচ্চতা পর্যন্ত তুলে ধরে। এরা বিভিন্ন পরিবেশে সহজেই ভালোভাবে অভিযোজিত হতে সক্ষম। ফরেস্ট কোবরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৭২
--বোরহান (আলাপ) ২০:৫০, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম

[সম্পাদনা]

@Atudu:দিদি, শ্রেণীবিন্যাস এবং অভিযোজন অনুচ্ছেদের ক্ল্যাডোগ্রামটা অনুবাদ করতে হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩১, ২৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Untitled

[সম্পাদনা]
ধন্যবাদ নাহিদ ভাই!! ক্ল্যাডোগ্রামটা অনুবাদ করে দিয়েছি, কিন্তু যেহেতু এগুলো সবই বিজ্ঞানসম্মত নাম, তাই পাশাপাশি চলিত নামগুলো এর সঙ্গেই লিখে দিলাম। Atudu (আলাপ) ১৯:৪১, ২৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন