আলাপ:প্রফুল্ল চাকী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধটা লেখার সময় চোখে পানি এসে গেল। তৎকালীন ভারতবর্ষের অনেক (অধিকাংশ) বিপ্লবী বাঙালী ছিলেন। আমার আরো আশ্চর্য্য লাগে অনেকেই কিন্তু পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন (প্রফুল্ল, সূর্য্যসেন, বিনয় , বাদল, দিনেশ, বাঘা যতীন)। অথচ বাংলাদেশের ইতিহাস বইতে, স্কুলে এঁদের কথা আলোচনা করা হয় না। আমরা হিন্দি সিনেমায় রঙ দে বাসন্তীতে আমির খানের কাহিনী দেখে নাচানাচি করি, কিন্তু এই বাঙালী বিপ্লবীদের কথা কে মনে রাখে? আসুন, উইকিপিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই বীর পূর্বপুরুষদের জন্য এইটুকু কাজ করি। --রাগিব ০৭:৪৬, ১৩ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমাদের গণিত অলিম্পয়াডে আমাদের নায়কেরা=[সম্পাদনা]

এই বছর আমরা আমাদের বগুড়া গণিত বিভাগীয় উতসবটি প্রফুল্ল চাকীকে উতসর্গ করেছি। সেদিন তাকে নিয়ে একটি নাটিকাও ছিল। ছোটোরাতো বটে, আমি নিজেও খুব আবেগ তাড়িত হয়ে গিয়েছিলাম। শুধু প্রফুল্ল চাকী নয় ২০০৮ সালের গণিত উতসবে আমরা মাস্টারদা, প্রীতিলতা, ইলা মিত্র, মনি সিংহের মতো নেতাদের স্মরণ করেছি। চট্টগ্রাম উতসবে হাজির ছিলেন মাস্টারদার অনুসারী বিপ্লবী বিনোদ বিহারী (৯৮ বছর তার বয়স)। আর সবটা জুড়ে তেভাগা আন্দোলন-তো ছিলই। উতসবের শেষ দিন তাই সবাই মিলে “হে সামালো ধান হো, কাস্তে তে দাও শান হো, জান কবুল আর মান কবুল ধান মোদের পরাণ হো গেয়েছি।“ আমার সঙ্গে মাস্টার দার অনুসারীদের আত্মার যোগাযোগটা বেশি কারণ ঐ সময় আমার নানার চেম্বার (ডা. হাশেম, পূর্ব বাংলার প্রথম মুসলিম এমবি ডাক্তার) ছিল তাদের “মেসেচ লিভিং” সেন্টার। Munirhasan ০৮:৪৫, ৩ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]