আলাপ:প্যানজিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুপারকন্টিনেন্ট'এর উপযুক্ত বাংলা প্রতিশব্দ - প্রস্তাব[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:ব্যা করণ,

ভূতত্ত্ববিষয়ক নিবন্ধ বাংলায় এখনও পর্যন্ত খুবই কম। তাই এই সুন্দর নিবন্ধটির জন্য প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই। আমি আজই লরেশিয়ার উপর একটি নিবন্ধ লিখতে শুরু করেছি। সেখানে লিখতে গিয়ে যা মনে হল প্রস্তাবাকারে জানাই -

ইংরেজি বা জার্মানে "supercontinent" টার্মটি কিছুটা বিভ্রান্তিজনক। একধরণের সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর প্রায় সমস্ত স্থলভাগের একত্র সমাবেশ ঘটলে তবেই তাকে সুপারকন্টিনেন্ট বলা যেতে পারে। আবার তারপরেই দেখা যায় লরেশিয়া বা গন্ডোয়ানার মতো দ্বিখণ্ডিত মহাদেশদ্বয়কেও সেখানে একই নামে অভিহিত করা হচ্ছে। তাই আমার প্রস্তাব -

# লরেশিয়া বা গন্ডোয়ানার মতো অতিকায় মহাদেশকে বাংলায় অতিমহাদেশ বলা হোক।
# প্যানজিয়ার মতো মহাদেশ, যেখানে পৃথিবীর প্রায় সমস্ত স্থলভাগের একত্র সমাবেশ ঘটে, তাকে এককমহাদেশ বলে অভিহিত করা হোক।

আপাতত আমার প্রস্তাব মতো এই নিবন্ধেও টার্মগুলোকে আমি বদলে দিয়েছি। তবে আলোচনা করে এই ব্যাপারে একটা নির্দিষ্ট মত তৈরি হলেই ভালো হয়। সেই অনুযায়ী টার্মগুলি সর্বত্রই ব্যবহার করা যেতে পারে। আন্তরিক শুভেচ্ছার সাথে --Arindam Maitra (আলাপ) ২০:১১, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দমদা, প্রস্তাবটা খুব ভাল বলেই মনে হয়। খালি টেমপ্লেট:বিশ্বের মহাদেশসমূহ পৃষ্ঠাটায় তাহলে 'এককমহাদেশ' নামে আর একটা বিভাগ বানিয়ে সেখানে এককমহাদেশগুলোকে অন্তর্ভুক্ত করে দিলে ভাল হবে। আর এককমহাদেশ নামে একটা পাতাও তৈরি করতে হবে যার সমতুল্য কিছু ইংরেজিতে নেই, তাই সেটা কাজ হিসেবে বেশ ভারী হবে। :P মতামত জানাবেন।

আর এই পাতাটায় আমি একটা সম্পাদনা করেছি মাত্র; শুরু করিনি। বিজ্ঞানের বহু শাখায় ভাল ভাল অনেক নিবন্ধের স্রষ্টা ব্যবহারকারী:Muhammad এটিও বানিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে উনি সম্ভবত অনেকদিন হল উইকিপিডিয়ায় আসছেন না; আমার ধন্যবাদ জ্ঞাপনগুলো মাঠে মারা যাচ্ছে। :)

শুভেচ্ছাসহ --ব্যা করণ (আলাপ) ০৩:১২, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পেনজিয়া বা মহাভূখণ্ড[সম্পাদনা]

পেনজিয়া শব্দটির মূল ধাতু বিশ্লেষণ করে আমি মহাভূখণ্ড শব্দটিকে এই শব্দের জন্য উপযুক্ত বাংলা প্রতিশব্দ হিসেবে স্থাপন করেছি। যদি এই ব্যাপারে আপনাদের দ্বিমত থেকে থাকে তাহলে শব্দটি পরিবর্তন করতে পারেন অথবা মুছে দিতে পারেন। ইংরেজি মূল শব্দটির উৎপত্তি হয়েছিল গ্রিক দুটি শব্দের সমন্বয়ে। আর ওই দুই শব্দের বিশ্লেষণ এর মাধ্যমে যদি একটি অর্থ দাঁড় করানো হয়, তাহলে সেক্ষেত্রে মহাভূখণ্ড শব্দটি বাংলার জন্য উপযুক্ত মনে করছি। Mahbubslt (আলাপ) ০৮:৪২, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]