আলাপ:পাইথন (প্রোগ্রামিং ভাষা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্যারাডাইম:[সম্পাদনা]

প্যারাডাইম এর বাংলা কী করা যায়? শুনতে বেশ খটোমটো লাগছে। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

শুধু প্যারাডাইম নয়, কম্পিউটার বিজ্ঞানের ৯০+% পরিভাষা এখনো প্রামাণ্যকরণ হয়নি। যেহেতু কম্পিউটার বিজ্ঞান এক ধরনের ফলিত গণিত ও ফলিত যুক্তিবিজ্ঞান, তাই এই দুই জ্ঞানের শাখা বা ডিসিপ্লিন থেকেই মূলত আমাদের অনেক বাংলা পরিভাষা সংগ্রহ করতে হবে। আমার মনে হয় প্যারাডাইম এক্ষেত্রে ধারা/ঘরানা অর্থে ব্যবহৃত। আমরা বর্তমানে প্যারাডাইম কথাটা যে অর্থে ব্যবহার করি, সেটা আসলে এসেছে বিজ্ঞানের ইতিহাসবিদ টমাস কুন-এর The Structure of Scientific Revolutions (1962) বইটা থেকে। বিজ্ঞানের প্রকৃতি যুগে যুগে পাল্টায়, এই পালাবদলের নাম কুন দিয়েছিলেন "paradigm shift", অর্থাৎ এক ধারার/ঘরানার গবেষণা থেকে সম্পূর্ণ অন্য ধারার গবেষণায় বিজ্ঞানের ধারাবদল। কুনের এই উক্তি পাশ্চাত্যে খুব জনপ্রিয়তা পায়, পপ কালচারে ঢুকে যায়, দর্শন, সাহিত্য থেকে শুরু ফ্যাশন পত্রিকার পাতায় পাতায় সমাজে যেকোন হঠাৎ ধারাবদল দেখলেই তার রহস্যময়/"গভীর" নাম দেয়া হয় paradigm shift। এখান থেকেই প্রোগ্রামিং ভাষার টার্ম প্যারাডাইম-ও এসেছে। অর্থাৎ বিভিন্ন ধারার বা ঘরানার বা প্যারাডাইমের বা স্টাইলের প্রোগ্রামিং ভাষা আছে। তবে বাংলায় যা-ই লিখি না কেন, আমরা যারা কম্পিউটার বিজ্ঞানী ও সবসময় বাংলিশ বলে অভ্যস্ত, তাদের কিছুটা অস্বস্তি হবেই। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:০০, ১৬ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]