আলাপ:পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "নিবন্ধের মূল বিষয় কী" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম[সম্পাদনা]

@খাঁ শুভেন্দু: "পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস"-ই কি একমাত্র সরকারী / প্রাতিষ্ঠানিক নাম, নাকি সম্পূর্ণ বাংলা কোনও নাম আছে ? যদি বাংলা নাম থেকে থাকে, তাহলে সেটিকে অগ্রাধিকার দেওয়াটাই ভালো হবে। আর না থাকলে পরিবর্তন করা লাগবে না। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:১০, ১২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen: আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি নিজেও সঠিক জানি না পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের কোন বাংলা নাম আছে কি না। খোঁজ নিয়ে দেখছি। যদি থাকে তা হলে শিরোনাম পরিবর্তন করে দেব। তবে এটি সকলের কাছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নামে পরিচিত। খাঁ শুভেন্দু (আলাপ) ১০:২৮, ১২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@খাঁ শুভেন্দু: আমিও ইন্টারনেটে প্রাথমিক ঘাঁটাঘাঁটিতে কিছু পেলাম না। হয়ত এর বাংলা নেই। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:১৬, ১৩ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen: তা হলে কি করা যায়। শিরোমান কি পরিবর্তন করে "ওয়েস্ট বেঙ্গল সিভিল সারভিস" করে দেব নাকি "পশ্চিমমবঙ্গ সিভিল সার্ভিস" থাকবে? খাঁ শুভেন্দু (আলাপ) ১৯:০৪, ১৩ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@খাঁ শুভেন্দু: আপাতত যা আছে তাই থাকুক। আপনি একটু খোঁজ নিন। যদি বাংলা একেবারেই না পাওয়া যায়, যদি এর প্রাতিষ্ঠানিক নাম কেবল ইংরেজিতেই লেখা হয়ে থাকে, তাহলে হয়ত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস করে দিতে হবে (যদিও ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভূত লাগছে।) --অর্ণব (আলাপ | অবদান) ০৩:১৬, ১৪ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের মূল বিষয় কী[সম্পাদনা]

এ নিবন্ধের মূল বিষয় কী তা স্পষ্ট নয়। নিবন্ধের শিরোনাম ছিল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস। ভিতরে সূচনাংশ শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিয়ে। “ডব্লিউবিসিএস (এক্স) কর্মকর্তারা গ্রুপ এ -এর অন্তর্গত” বাক্যটি পড়ে কনফিউজড হয়ে যেতে হলো। মনে হলো নিবন্ধটি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস নিয়ে নয়, বরং এর একটি অংশ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) নিয়ে। “মেন পরীক্ষা” নামে একটি অনুচ্ছেদ আছে। এর অর্থও বোঝা গেল না। আরেকটি বাক্য এরকম: “প্রিলিমিনারি পরীক্ষাটি সাধারণত জানুয়ারী বা ফেবরুয়ারী মাসে হ​য় ( আনুমানিক )”। ২০১৮ সালে যে নিবন্ধের সূচনা তার এবম্বিধ হাল! — Faizul Latif Chowdhury (আলাপ) ১২:৪৬, ১৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন