আলাপ:পল দ্যতিয়েন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

ফাদার দ্যতিয়েন নিঃসন্দেহে বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তাঁর কর্ম বাংলা ভাষার জন্য অবশ্যই সম্মানজনক। কিন্তু উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার বিচারে তিনি উল্লেখযোগ্য মনে হচ্ছে না। নিবন্ধকারকে অনুরোধ করছি, নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করতে। অনুগ্রহ করে স্মরণ রাখুন, কোনো একটি প্রতিবেদনে কারো বিষয়ে কিছু লিখিত হলে তিনি উল্লেখযোগ্যতা অর্জন করেন না। এবিষয়ে উইকিপিডিয়ার প্রশাসকদের আলোচনাসভার এই আলোচনায় উইকি-কম্যুনিটির ঐক্যমত্য দেখার অনুরোধ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:২৬, ২৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি) (আমি নিবন্ধকার নই) সত্যিই ইসলাম বাবু, এইসব হেঁজিপেঁজি লেখকদের দেশ-এর মতন বিখ্যাত পত্রিকায় লিখতে দেওয়া হয়, আনন্দ এদের গদ্যসমগ্র প্রকাশ করে, দু-একটা পুরস্কারও দেওয়া হয় নাকি আবার! মুক্ত বিশ্বকোষে স্থান পাওয়ার মতন যোগ্যতা এনার মত লোকজনের আছে কি না সন্দেহ। -লসওয়াল্ড নীলকুচি 223.176.45.200 (আলাপ) ১৯:১৭, ১৪ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]