আলাপ:পল্লী অঞ্চল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তনের প্রস্তাব[সম্পাদনা]

আমার মনে হয়, এই নিবন্ধের শিরোনাম হিসেবে গ্রাম কথাটি অধিক প্রযোজ্য। গ্রাম শব্দটির ব্যবহার আরো ব্যাপক নয় কী?? --অর্ণব দত্ত (আলাপ) ১১:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

পরিমাণের একক গ্রামের থেকে পল্লিগ্রামকে আলাদা করতে চাইলে, গ্রামাঞ্চল বা গ্রাম (অঞ্চল)-ও চলতে পারে। --অর্ণব দত্ত (আলাপ) ১১:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজী উইকিতে কিন্তু গ্রাম (village) এবং পল্লীঅঞ্চল (rural area) নামে দুইটি আলাদা নিবন্ধ আছে। অন্যান্য ভাষার উইকিতেও তাই, এজন্যে আমার মনে হয় গ্রাম ও পল্লীঅঞ্চল দুইটি আলাদা নিবন্ধ হিসেবে থাকা উচিত। -তানভির মোর্শেদ (আলাপ) ১৫:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
সেক্ষেত্রে এই নিবন্ধ থেকে গ্রাম কথাটি বাদ দিলেই ভাল হয়। আর প্রথম দিকে একটি নোটিফিকেশন জারি করে দেওয়া ভাল এই মর্মে যে, এই নিবন্ধটি গ্রামীণ এলাকা সম্বন্ধিত; নির্দিষ্ট জনবসতি সম্পর্কে জানতে হলে দেখুন গ্রাম। অনেক নিবন্ধের শুরুতেই এই ধরনের ঘোষণা দেখতে পাবে। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]