আলাপ:পরম তাপমাত্রা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই সংজ্ঞা পরম শূণ্যের, পরম তাপমাত্রার নয়। পরম তাপমাত্রা হল absolute temperature (a scale, not one particular temperature value). কোয়ান্টাম বলবিদ্যা প্রয়োগের আগে মনে করা হত thermal kinetic energyর abolute amount পরম তাপমাত্রার আনুপাতিক এবং পরম শূণ্য তাপমাত্রায় পদার্থের তাপজনিত আণবিক কম্পন স্তব্ধ হয়ে যায় অর্থাৎ thermal kinetic energy also becomes zero (though now we know it is the minimum, not "zero")। সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৪:৩২, ১৮ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

সংজ্ঞায় ভুলের ব্যাপারে আমি একমত। ঠিক করে দেব।
তবে সপ্তর্ষিবাবু, আমি আপনার মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে অনেক সময় আপনি খুব obvious ধরনের ভুলের জন্য (যেমন এই ভুলটা) আলাপ পাতায় বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আসল নিবন্ধটাতে হাত দিচ্ছেন না। উইকিপিডিয়ার "Be Bold" মন্ত্রটা জানা আছে আপনার। আপনি নিজেই এ কথাগুলো যদি মূল নিবন্ধে যোগ করেন, তাহলে আরও তাড়াতাড়ি নিবন্ধটার মান উন্নত হবে। আপনার যদি মনে হয়, ভুলটা খুবই obvious ধরনের এবং আপনি যদি আপনার নিজের সঠিকতার ব্যাপারে বেশ নিশ্চিত হন (ধরুন ৮০% বা তারও বেশি নিশ্চিত), সে ক্ষেত্রে মূল নিবন্ধটাতে যে সম্পাদনাটুকু দরকার, তা আপনিই করে দিন, তার পর আলাপ পাতায় এ ব্যাপারে ছোট একটা ব্যাখ্যামূলক মন্তব্য রাখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]