আলাপ:নোবেল পুরস্কার
আলোচনা যোগ করুনএই পাতাটি নোবেল পুরস্কার নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আমার জানা মতে অর্থণীতির পুরষ্কারটি ব্যাংক অফ সুইডেন থেকে দেওয়া হয়ে থাকে। কেও কি এই ব্যাপারে নিশ্চিৎ হয়ে সংশোধনের ব্যবস্থা করবেন? আবির ০৭:০৬, ১০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)
- যেটা আছে সেটাই ঠিক আছে। ব্যাংক অফ সুইডেন পুরস্কারের নাম, পুরস্কার দেয় ব্যাংক অফ সুইডিশ।--বেলায়েত ১৫:১৪, ১০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)
এই নিবন্ধে একটু সুয়েডীয়-ইংরেজী ক্লিন-আপ
[সম্পাদনা]আমার মনে হয় এইখানে সব ইংরেজী নাম ব্যবহার করার বদলে আসল সুয়েডীয নাম ব্যবহার করার উচিত৷ যেমন রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস-এর আসল নাম কুংলিগা ভেতেন্স্কাপ্স্আকাদেমিয়েন, এবং বাংলা অনুবাদ (এটা আমার-ই অনুবাদ) রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান শিক্ষায়ন৷ কারণ আমার মনে হয় অফিশিয়াল ব্যবহারে সুয়েডীয় নামগুলোই ব্যবহার হয়৷ অনুগ্রহ আপনার মতামত দিন৷ ধন্যবাদ৷ --Docwho (চিনাৎসু) ১৬:১৪, ২৩ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
- রাজকীয় সুইডীয় একাডেমি? বাংলাতে কিন্তু একাডেমি শব্দটা ব্যবহার করা হয় সরাসরিই। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৩, ২৩ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
- "রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি"৷ কিন্তু আমি আসলে বলতে চাইছি এই নিবন্ধে বেশি ভালো হয় যদি আমরা অফিশিয়াল সুয়েডীয় নাম ব্যবহার করি, ও ব্র্যাকেটে বাংলা অনুবাদ দিই৷ ইংরেজিটা দরকার নেই কারণ এগুলো শুধু অনুবাদ করা নাম৷ যেমন:
রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক নির্ধারিত।
- আরও ভালো হয় যদি এটা লেখা হয়
ভেতেন্স্কাপ্স্আকাদেমিয়েন (রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি) কর্তৃক নির্ধারিত।
- এবং
সুইডিশ একাডেমি কর্তৃক নির্ধারিত।
- এটা যদি লেখা হয় আরও ভালো হয়:
স্ভেন্স্কা আকাদেমিয়েন (সুয়েডীয় একাডেমি) কর্তৃক নির্ধারিত।
- আপনার মতামত অনুগ্রহ করে দিন৷ আমি এবারে একটু আরও ভালো ভাবে এক্সপ্লেন করতে পেরেছি৷ --Docwho (চিনাৎসু) ১৪:৪২, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
- এভাবে লিখলে কেমন হয়: রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি (Kungliga Vetenskapsakademien ভেতেন্স্কাপ্স্আকাদেমিয়েন) ও সুয়েডীয় একাডেমি (Svenska Akademien স্ভেন্স্কা আকাদেমিয়েন)? যেহেতু বাংলা নামেই নিবন্ধগুলো হবে, সেহেতু সেগুলো বন্ধনীর বাইরে, আর সুয়েডীয় হরফের শব্দ আর এর উচ্চারণ (ইটালিক্সে) বন্ধনীর ভেতরে। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৫৫, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
- আপনার মতামত অনুগ্রহ করে দিন৷ আমি এবারে একটু আরও ভালো ভাবে এক্সপ্লেন করতে পেরেছি৷ --Docwho (চিনাৎসু) ১৪:৪২, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
- who wins the prize first 114.130.191.8 (আলাপ) ০১:৩৭, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
হ্যাঁ, ওটা খুব-ই ভালো আইডিয়া৷ কিন্তু নোবেল পুরস্কারের পৃষ্ঠায় আমরা কি শুধু বাংলা লিখবো, ও অসল জিনিশের পৃষ্ঠা (যেমন রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি)-তে আইট্যালিক্সে লিখবো, না সুয়েডীয় নাম এবং বাংলা নাম এই নিবন্ধের পৃষ্ঠায় থাকবে? --Docwho (চিনাৎসু) ১৮:২১, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
- নোবেল পুরষ্কারের পৃষ্ঠাতেও রাখতে কোন সমস্যা নেই। আমি করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৮, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)
অর্থনীতিতে নোবেল দেওয়া হয় না।
[সম্পাদনা]অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় না। এ ব্যাপারে জানতে নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। আলোচনা ছাড়া এ প্রসঙ্গে সম্পাদনা না করতে অনুরোধ করা হলো। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:২০, ১২ আগস্ট ২০২৪ (ইউটিসি)