বিষয়বস্তুতে চলুন

আলাপ:নোবেল পুরস্কার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 114.130.191.8 কর্তৃক ৩ মাস আগে "এই নিবন্ধে একটু সুয়েডীয়-ইংরেজী ক্লিন-আপ" অনুচ্ছেদে

আমার জানা মতে অর্থণীতির পুরষ্কারটি ব্যাংক অফ সুইডেন থেকে দেওয়া হয়ে থাকে। কেও কি এই ব্যাপারে নিশ্চিৎ হয়ে সংশোধনের ব্যবস্থা করবেন? আবির ০৭:০৬, ১০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

যেটা আছে সেটাই ঠিক আছে। ব্যাংক অফ সুইডেন পুরস্কারের নাম, পুরস্কার দেয় ব্যাংক অফ সুইডিশ।--বেলায়েত ১৫:১৪, ১০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধে একটু সুয়েডীয়-ইংরেজী ক্লিন-আপ

[সম্পাদনা]

আমার মনে হয় এইখানে সব ইংরেজী নাম ব্যবহার করার বদলে আসল সুয়েডীয নাম ব্যবহার করার উচিত৷ যেমন রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস-এর আসল নাম কুংলিগা ভেতেন্‌স্কাপ্‌স্‌আকাদেমিয়েন, এবং বাংলা অনুবাদ (এটা আমার-ই অনুবাদ) রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান শিক্ষায়ন৷ কারণ আমার মনে হয় অফিশিয়াল ব্যবহারে সুয়েডীয় নামগুলোই ব্যবহার হয়৷ অনুগ্রহ আপনার মতামত দিন৷ ধন্যবাদ৷ --Docwho (চিনাৎসু) ১৬:১৪, ২৩ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

রাজকীয় সুইডীয় একাডেমি? বাংলাতে কিন্তু একাডেমি শব্দটা ব্যবহার করা হয় সরাসরিই। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৩, ২৩ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
"রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি"৷ কিন্তু আমি আসলে বলতে চাইছি এই নিবন্ধে বেশি ভালো হয় যদি আমরা অফিশিয়াল সুয়েডীয় নাম ব্যবহার করি, ও ব্র্যাকেটে বাংলা অনুবাদ দিই৷ ইংরেজিটা দরকার নেই কারণ এগুলো শুধু অনুবাদ করা নাম৷ যেমন:
রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক নির্ধারিত। 
আরও ভালো হয় যদি এটা লেখা হয়
ভেতেন্‌স্কাপ্‌স্‌আকাদেমিয়েন (রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি) কর্তৃক নির্ধারিত। 
এবং
সুইডিশ একাডেমি কর্তৃক নির্ধারিত।
এটা যদি লেখা হয় আরও ভালো হয়:
স্‌ভেন্‌স্কা আকাদেমিয়েন (সুয়েডীয় একাডেমি) কর্তৃক নির্ধারিত। 
আপনার মতামত অনুগ্রহ করে দিন৷ আমি এবারে একটু আরও ভালো ভাবে এক্সপ্লেন করতে পেরেছি৷ --Docwho (চিনাৎসু) ১৪:৪২, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
এভাবে লিখলে কেমন হয়: রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি (Kungliga Vetenskapsakademien ভেতেন্‌স্কাপ্‌স্‌আকাদেমিয়েন) ও সুয়েডীয় একাডেমি (Svenska Akademien স্‌ভেন্‌স্কা আকাদেমিয়েন)? যেহেতু বাংলা নামেই নিবন্ধগুলো হবে, সেহেতু সেগুলো বন্ধনীর বাইরে, আর সুয়েডীয় হরফের শব্দ আর এর উচ্চারণ (ইটালিক্‌সে) বন্ধনীর ভেতরে। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৫৫, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
who wins the prize first 114.130.191.8 (আলাপ) ০১:৩৭, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, ওটা খুব-ই ভালো আইডিয়া৷ কিন্তু নোবেল পুরস্কারের পৃষ্ঠায় আমরা কি শুধু বাংলা লিখবো, ও অসল জিনিশের পৃষ্ঠা (যেমন রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি)-তে আইট্যালিক্সে লিখবো, না সুয়েডীয় নাম এবং বাংলা নাম এই নিবন্ধের পৃষ্ঠায় থাকবে? --Docwho (চিনাৎসু) ১৮:২১, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

নোবেল পুরষ্কারের পৃষ্ঠাতেও রাখতে কোন সমস্যা নেই। আমি করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৮, ২৪ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

অর্থনীতিতে নোবেল দেওয়া হয় না।

[সম্পাদনা]

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় না। এ ব্যাপারে জানতে নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। আলোচনা ছাড়া এ প্রসঙ্গে সম্পাদনা না করতে অনুরোধ করা হলো। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:২০, ১২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন