আলাপ:নিকিয়ার প্রথম পরিষদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@MohdMabroor: সঠিক উচ্চারণ "নিকিয়া" না "নাইসিয়া" হবে। মেহেদী আবেদীন ১২:৩৭, ২৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিকিয়া মূলত গ্রিক শব্দ যা তুরস্কের প্রাক উসমানি যুগের আগ পর্যন্ত কনস্টান্টিনোপলের কাছাকাছি একটি শহরের নাম হিসেবে প্রসিদ্ধ ছিল। গ্রিক Νίκαια থেকে এর উৎপত্তি। গ্রিক বর্ণ κ এর উচ্চারণ সম্পূর্ণ ক এর মত। এবং মূল শব্দটির গ্রিক উচ্চারণ নিকাইয়া, কিন্তু গ্রিক উচ্চারণবিধানানুযায়ী এই "কা" এর উচ্চারণটি এতই মৃদু যে একে শুনতে "কি" এর মতই লাগে। ইংরেজি প্রতিবর্ণীকরণের সময় c রাখা হলেও এর উচ্চারণ ক'ই হবে, অর্থাৎ নিকিয়াই হবে। তাছাড়া আরবি ও উসমানীয় তুর্কি ভাষাতে একে প্রতিশব্দ করতে গিয়ে ك ব্যবহার করা হয়েছে। যদিও ইংরেজি উচ্চারণবিধি মোতাবেক ইংরেজি শব্দ nicea এর উচ্চারণ হয় নাইসিয়া, কিন্তু শহর নিকিয়ার উচ্চারণ নিকিয়াই হবে। যেমনিভাবে গ্রিক Κωνσταντινούπολη এর প্রতিশব্দ Constantinople এর C এর উচ্চারন স হবে না, তেমনিভাবে Νίκαια উচ্চারণে নিসিয়া বা নাইসিয়া হবে না। এতে মূল শব্দের উচ্চারণের সাথে বড় ধরণের হেরফের হয়ে যায়, যা মোটেও কাম্য নয়। চাইলে মূল শব্দটি গুগল ট্রান্সলেটরের প্রোনান্স করে দেখে নিতে পারেন। তাছাড়া বহু ইংরেজিভাষী ধর্ম্পণ্ডিত দ্য ফার্স্ট কাউন্সিল অফ নিকিয়া উচ্চারণ করেছেন।MohdMabroor (আলাপ) ১৩:৩৬, ২৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
তাছাড়া গ্রিক Πρώτη Σύνοδος της Νίκαιας শিরোনামে এর গ্রিক নিবন্ধ রয়েছে, যার বাংলা উচ্চারন "প্রতি সিনোদস তিস নিকিয়াস"। অনেক সময় প্রতিবর্ণীতে প্রতিটা ভাষার আলাদা রীতি থাকতে পারে বিধায় শব্দ গঠণে ভিন্ন হতে পারে, কিন্তু মূল শব্দের উচ্চারণ অক্ষুন্ন রাখা চাই।
MohdMabroor (আলাপ) ১৩:৪৪, ২৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]