আলাপ:দি ইকোনমিক টাইমস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Kupulak কর্তৃক ৩ বছর পূর্বে "The - দ্য নাকি দি" অনুচ্ছেদে

The - দ্য নাকি দি[সম্পাদনা]

@Kupulak: The শব্দটি পরবর্তী শব্দ বা ধ্বনি অনুযায়ী দ্য কিংবা দি উচ্চারিত হয়। এটা নির্ভর করে শব্দটির ঠিক পরে কোন ধরনের ধ্বনি উচ্চারিত হচ্ছে তার উপর। যদি the-এর পরবর্তী ধ্বনিটি ব্যঞ্জন হয়, তবে এর উচ্চারণ হবে দ্য, যেমন -- the crow - দ্য ক্রো। যদি the-এর পরবর্তী ধ্বনিটি স্বরধ্বনি হয়, তবে এর উচ্চারণ হবে দি, যেমন -- the apple দি অ্যাপ্‌ল। আর দেখুন সাহায্য:আধ্বব/ইংরেজি। যেহেতু Economic শব্দটি স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে The শব্দটি বাংলা প্রতিবর্ণীকরণ হবে "দি"। তাই বারবার এই বিষয়ক সম্পাদনা দ্বন্দ্বে জড়াবেন না।--ওয়াকিম (আলাপ) ০৮:১০, ৩০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@WAKIM: দুঃখিত। আমি জানতাম না। আপনাকে ধন্যবাদ। তাহলে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিন।  কুউ  পুলক  ০৮:৩৮, ৩০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন