আলাপ:ত্বক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সকল চামড়াই (Skin) ত্বক (Integument) কিন্তু সকল ত্বকই চামড়া নয়।[সম্পাদনা]

ত্বক (Integument) বলতে প্রাণিদেহের সবচেয়ে বাহিরের প্রাকৃতিক আবরণকে বোঝায়। যেমন চামড়া (Skin), খোলক (Shell), ক্যারাপেজ (Carapace), কিউটিকল (Cuticle) ইত্যাদি। এটি প্রাণিদেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের মধ্যস্থলে অবস্থান করে প্রাণীকে বহিঃপরিবেশের নানাবিধ ক্ষতি থেকে রক্ষা করে থাকে।

চামড়া (Skin) বলতে কেবলমাত্র মেরুদণ্ডীদের নরম বহিঃআবরণকে বোঝায় যা এপিডার্মিস ও ডার্মিস নামক প্রধান দুটি কোষীয় স্তর নিয়ে গঠিত। এই স্তরদ্বয় থেকে যেসব অঙ্গের উৎপত্তি হয়ে থাকে তাদের ত্বকোদ্ভূত অঙ্গ বলে যা চামড়াকে নানাভাবে সহায়তা করে।

আমার মনে হয় এ বিষয়টি ভুল শিরোনামে অনুবাদ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যাবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। Nahid Hossain ০৭:২৬, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

 করা হয়েছে ~ মহীন (আলাপ) ০৭:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]