আলাপ:তারা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপাতত এটি redirect হিসেবে থাক। নিশ্চিত হলে পর পরিবর্তন করা যাবে। -- মুহাম্মদ ০৪:০৭, ১৯ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

বুৎপত্তি[সম্পাদনা]

বুৎপত্তি = দক্ষতা । 'বুৎপত্তি' বলতে কখনই 'উৎপত্তি' কে বোঝায় না । আমি 'বুৎপত্তি' স্থলে 'উৎস' শব্দটি ব্যবহারের প্রস্তাব করছি । --Raiyan ১৩:৪৩, ৮ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

শব্দটার বানান হল ব্যুৎপত্তি, এবং এর একাধিক অর্থ আছে। এর সাধারণ অর্থ হল অভিজ্ঞতা, পাণ্ডিত্য, পারদর্শিতা। কিন্তু ব্যুৎপত্তি শব্দটা ব্যাকরণের পরিভাষা হিসেবেও ব্যবহৃত হয় (এটাই এর মূল ও প্রাচীন অর্থ), এবং সেক্ষেত্রে এর অর্থ "শব্দের প্রকৃতি প্রত্যয়াদি বিশ্লেষণপূর্বক এর গঠন বিচার।" ইংরেজি etymology-এর পরিভাষা হিসেবে বাংলায় "ব্যুৎপত্তি" ব্যবহার করা হয়। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৩৬, ৮ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আরও মজার ব্যাপার হল ব্যুৎপত্তি শব্দটার মধ্যে "উৎস" অর্থটা লুকিয়ে আছে। ব্যুৎপত্তি একটা সংস্কৃতজাত তৎসম শব্দ, একে ভাঙলে পাওয়া যাবে বি+উৎপত্তি। অর্থাৎ "বিশেষ উৎপত্তি"। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৪০, ৮ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমিও সেরকম জানতাম। কিন্তু স্কুলে থাকতে একবার যেখানে 'উৎপত্তি' বসার কথা, কিছুটা মাতব্বরি করে 'বুৎপত্তি' ব্যবহার করে বাংলা ব্যকরণের শিক্ষক মহোদয়ের মারাত্মক বকা খেয়েছিলাম । তারপর থেকে একটু সাবধানতা অবলম্বনের চেষ্টা করি আর কি :) — Raiyan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
হা হা! না, এখানে "শব্দের উৎসবিচার" অর্থে ব্যুৎপত্তি কথাটা ঠিকই আছে। উৎপত্তি অর্থে যেখানে সেখানে ব্যুৎপত্তি ব্যবহার করা যাবে না; তবে যদি সেটা শব্দের ব্যুৎপত্তি হয়, সেখানে কোন বাধা নেই। আরেকটা কথা, আপনার ব্যাকরণ স্যারকে ভুলেও এই আলাপ পাতা দেখাবেন না। উনি যদি জানতে পারেন যে তাঁর স্নেহের ছাত্র এখনও ব্যাকরণকে "ব্যকরণ" লেখে, তবে... :-) --অর্ণব (আলাপ | অবদান) ১০:২৪, ৯ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
সর্বনাশ ! আ-কার বাদ দিয়েছিলাম নাকি ? ভাগ্য ভাল এইটা বাংলা পরীক্ষার খাতা না, নাহলে আবার বকা খেতে হত :( . আমার আবার প্রচুর বানান ভুল করার বদঅভ্যাস ! তবে এইমাত্র দেখলাম নিবন্ধে 'বুৎপত্তি' লেখা , আমি সেটা ঠিক করে 'ব্যুৎপত্তি' করে দিলাম । --Raiyan ১৮:১৫, ৯ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]