আলাপ:ডেকচি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেউ একটা এইবার এই ধরণের common গৃহস্থালীর জিনিষগুলির ছবি তুলে লাগিয়ে ফেলুন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:০২, ১৬ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

শব্দের উৎস সম্বন্ধে জল্পনা কল্পনা[সম্পাদনা]

এই নিবন্ধে [১] লিখেছে "The exotic-sounding word dixie is Hindustani degchi, a large metallic cooking utensil." কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। ডেকচি একেবারেই দেশী নাকি আর্বি বা ফার্সি উৎস থেকে আসে নি তো?

  • ~চি বা জি অনুসর্গ হিসাবে ব্যবহার হয় অনেকটা তৎসম ই বা ঈ প্রত্যয়ে যেমন ~ করে যে =~কারী বা ~ঈ (জহর চেনে যে জহুরী)
    • তবল যে বাজায় = তবলচি , তবলিয়া বা তবলাবাদক
    • কলম ধরে যে = কলমচি,
    • মশাল ধরে যে = মশালচি
    • খামচা মারা হয় যা দিয়ে = খামচি
    • ছিলম রাখার জায়গা = ছিলমচি বা ছিলম দানি
    • বাজনা বাজিয়ে নাচে যে = বাইজি বা বায়েন
    • ধুনো রাখা হয় যাতে = ধুনুচি
    • ?= বাবুর্চি = chef
  • আবার "চি" অনেক বিষেষ্য শব্দের অবিচ্চেদ্য অঙ্গও হতে পারে যেমন (সমসদ আনুযায়ী)ঃ
    • বালামচি = n horse-hair,
    • চিলমচি a wash-basin,
    • মুচি = ***=n a crucible; ***অথবা চামার
    • লুচি = ! ;) বর্ণণার অপেক্ষা রাখে না
    • লেচি অনেকটা ছাতুর লেট্টির মত শুনতে, কোনটা বেশী অরিজনাল কে জানে!
    • বৈঁচি = ? বৈঁচিফুলের নাম কোথা থেকে এসেছে কে জানে
  • আবার চি অনেক সময় অপভ্রংশ হয়ে বা বর্ণ বিভ্রাট হয়েও আসতে পারে। যেমন আমার ধারণা
    • কুচি <কুট্টিত possibly in diminutive
      • নিকুচি= কুচি কুচি অর্থাৎ নিঃশেষে কুচি
    • বিচি <বীজ
    • কাঁচি<কর্তনী
    • কচি = কোমল/কাঁচা এর নিশ্চয় তৎসম উৎস আছে। ভাষাপ্রকাশ ব্যকরণ বা কোথাও থেকে কেউ দেখতে পেলে একটু জানাবেন।

তাহলে ডেকচির ব্যাপারটা কি?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:১৫, ১৬ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আবর্জনা =অরিজিনাল গবেষণা[সম্পাদনা]

কাজের ফাঁকে ব্রেক নেবার সময় একটু এলোপাথারি ভেবে দেখার চেষ্টা করলাম। (পড়ার আগে বলে রাখি, আমার নীচের লেখার পরে মনে হতে পারে আবর্জনা শব্দটা হয়তো অরিজিনাল গবেষণা থেকে এসে থাকবে)ঃ

  • যদি বর্ণ বিপর্যয় হয়ে এসে থাকে তাহলে ডেকচির পূর্বসূরী হতে হয় ডেচকি। ডেচকি শুনে কাছাকাছি শব্দ মনে পড়ছে *হেঁচকি, ছেঁচকি। হেঁচকি এসেছে হিক্কা থেকে, ছেঁচকি হয়তো ছাঁচা বা থেঁতো করা থেকে এসে থাকতে পারে যা হয়তো এসে থাকবে চূর্ণ থেকে। হিক্কার মত induction দিয়ে ডেচকি থেকে কাল্পনিক ভাবে পিছনে জাবার চেষ্টা করলে মনে আসছে ডিক্কা<ঢিক্কা, <ধারক (পাত্র)-এর সাদৃশ আছে! আর চূর্ণর মত induction করলে মনে আসেছে দ্রুম (গাছ)। ধারক হবার সামান্য সম্ভাবনা থাকতেও পারে, দ্রুম ?- ধ্যেত আপনারা এতক্ষণে ধরে নিয়েছেন আমার মাথা খারাপ ঃ-)
  • যুগ্মশব্দ হলে (portmanteau word) ঃ
    • ঢাকনা ওয়ালা বালতি?
    • থালা আর বালতির মধ্যম সংস্করণ?

--নাঃ আর সময় বা আপনাদের মাথা খারাপ করব না। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:৫২, ১৬ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

sorry, চূর্ণর থেকে ছেঁচকির মত induction ডেচকির উপর ঠিকভাবে করেলে দ্রুম নয় আসে দ্রোণী ( द्रोणी) মানে বালতি! --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:৫৯, ১৬ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]