আলাপ:টালিকরণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়া:প্রতিযোগিতা ২০১৮/আলাপ পাতা নিবন্ধটি মূল ইংরেজি নিবন্ধ অনুযায়ী লেখা, এতে অনেক টেকনিক্যাল শব্দ ও ব্যাক্ষা আছে যা সাধারনের বোধগম্য হয় এভাবে লেখবার চেষ্টা করা হচ্ছে, উক্ত নিবন্ধের কোন শব্দের বা অংশ ব্যাপারে কোন জিজ্ঞাসা, মতামত বা পরামর্শ থাকলে জানাবেন, ধন্যবাদ। Tron86 (আলাপ) ০৯:২০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

টেসেলেশন লাতিন থেকে আগত ইংরেজি শব্দ, যার উচ্চারণ হুবহু বাংলা অক্ষরে লেখা হয়েছে। বাংলা পরিভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এর চেয়ে বাংলায় রূপান্তরিত "টালিস্থাপন" বা "টালিকরণ" আমার মতে অনেক বেশি শ্রেয়।--অর্ণব (আলাপ | অবদান) ১১:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ, tiling এবং tessellation একই কাজের সাথে সম্পর্কিত হলেও আলাদা শব্দ, tessellation - কোন তলকে এমনভাবে কতগুলো অংশে ভাগ করে যাতে তলটির অধিকাংশ অংশকে কয়েকটি একক নুন্যতম সংখ্যক অংশ দ্বারা প্রকাশ করা যায়, tiling - tessellation করা তলটিকে অংশগুলি সাজিয়ে পুনরায় তলটি গঠনের প্রক্রিয়া - আরও সহজভাবে বললে টালি বা টালিসমূহের আকৃতি কেমন হবে কিভাবে বসলে তলটি পূর্ণ হবে তা নির্ধারণ tessellation, আর tessellation এর ফলে প্রাপ্ত টালিসমূহ বসিয়ে তলটি আবার পূর্ণ করাই tiling, তাই tessellation -> টালিকরণ ও tiling -> টালিস্থাপন প্রস্তাব করছি। নিবন্ধের নাম অনুরুপ ভাবে পরিবর্তনের জন্য আবেদন করছি। Tron86 (আলাপ) ১৬:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]