আলাপ:জুরাসিক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যুগের টেমপ্লেট[সম্পাদনা]

প্রিয় অরিন্দমদা,

পাতাটা স্থানান্তর করতে হল ছকটাকে আনার জন্য। গত বছর যখন ভূতাত্ত্বিক ইতিহাস নিয়ে পড়েছিলাম তখন আফতাবের সাহায্য নিয়ে সব কটা যুগের এক বা একাধিক টেমপ্লেট বানিয়ে রেখেছিলাম, মূল তথ্যছক টেমপ্লেট সমেত। লক্ষ্য করবেন যে টেবিলটা মাঝখানে তৈরি করেছিলেন, বদলে বসানো টেমপ্লেটটাতেও একই তথ্য দেওয়া আছে। বাকি যুগের নিবন্ধগুলোর শুরুতেও {{ভূতাত্ত্বিক যুগ}} লিখে ইংরেজি টেমপ্লেটটা বসিয়ে দিলেই বাংলায় অনুবাদ হয়ে যাবে (এর জন্য নিবন্ধের নামগুলো শুধু যুগের নামে থাকতে হবে, 'যুগ' কথাটা আলাদা করে থাকলে হবে না), আর নিবন্ধের মাঝে সুবিধে মত {{যুগের নাম}} বসালে সংশ্লিষ্ট যুগের সময়সীমার টেমপ্লেট চলে আসবে। শুভেচ্ছা নেবেন।--ব্যা করণ (আলাপ) ১১:২৬, ২১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় সর্বাণ,
খুব ভালো হয়েছে তথ্যছকটা। আর নিবন্ধের নামে যুগ বা উপযুগ বা অধোযুগ, প্রভৃতি শব্দগুলো যে থাকতেই হবে এমন কোনও কথা নেই। মূল লেখার শুরুতে গাঢ় অক্ষরে সেটা দিয়ে দিলেই চলবে। অনেক ধন্যবাদ তোমার এই সম্পাদনা ও বিষয়টি আলোচনার জন্য নিবন্ধেরই আলোচনা পাতাটি ব্যবহারের জন্য। বাংলা উইকিতে এই নিবন্ধের আলোচনা পাতাতেই সংশ্লিষ্ট নিবন্ধ সম্পর্কে আলোচনার সংস্কৃতিটা এখনও খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু সেটা হওয়াই ভালো। আন্তরিক উষ্ণতা নিও। -- Arindam Maitra (আলাপ) ১৪:৫৮, ২১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]