আলাপ:জিওনেটওয়ার্ক ওপেনসোর্স

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী @ShohagS: লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে এই নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধটিতে একাধিক ত্রুটি থাকার কারণে এটি গৃহীত হয়নি। নিবন্ধটির ভাষা সাধারণ পাঠকের জন্য অবোধগম্য। এটি আরও সরল করতে হবে। কিছু ভুল প্রতিশব্দের ব্যবহার লক্ষণীয়, যেমন প্রথম পরিচ্ছেদের নাম 'বহিরেখা', সেটা হবে রূপরেখা; এবং দ্বিতীয় পরিচ্ছেদের নাম 'মোতায়েন', সেটা হবে প্রয়োগ। এছাড়া নিবন্ধটি খুবই সংক্ষিপ্ত, প্রয়োজনীয় তথ্য যোগ করে এটি বর্ধিত করতে পারেন। এডিটাথন চলাকালীন এই ত্রুটিগুলো সংশোধন করবেন। অন্যথায় নিবন্ধটি গৃহীত হবে না।--ওয়াকিম (আলাপ) ১৯:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@WAKIM:ওয়াকিম ভাই, যে সব বিষয়ে আমার ধারণা নেই বা কম সেই ক্ষেত্রে অনুবাদ যান্ত্রিক হয়েছে। এক্ষেত্রে যে ভুল গুলান এরকম বানানের মর ছোট ছোট ভুল তা আমাকে ধরিয়ে না দিয়ে ভুল গুলো ঠিক করাই সবচেয়ে ভালো। আর আমার এই ফিল্ডে ধরণা কম তাই বেশি কিছু লিখতে পারব বলে মনে হয় নাহ। তবে আমি যথেষ্ট চেস্টা করব। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১০:০১, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]