আলাপ:জর্জ গ্যামো

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্যামফ[সম্পাদনা]

ইউক্রেনের ভাষা সম্পর্কে ধারণা কম, তাই কেউ কি ব্যাখ্যা করবেন একটু, ইনার নামের উচ্চারণটা "গ্যামফ" হলো কী ভাবে? মানে "ফ" আসলো কোথা থেকে? --রাগিব (আলাপ | অবদান) ১৫:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইউক্রেনীয় ভাষায় এনার নাম Гамов। সিরিলীয় বর্ণগুলির বাংলা প্রতিবর্ণীকরণ এরকম - Г=গ, а=আ, м=ম, о=অ/ও (এক্ষেত্রে অ-এর কাছাকাছি), в= ইংরেজি v, কিন্তু শব্দের শেষে এটি ঘোষত্ব (voicedness) হারিয়ে ইংরেজি f-এর মত উচ্চারিত হয় (এটাকে বাংলা ফ দিয়ে নির্দেশ করা যাতে পারে)। সুতরাং ইউক্রেনীয় নামের শুদ্ধতম প্রতিবর্ণীকরণ করলে দাঁড়াবে "গামফ"। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]