আলাপ:জয়া আহসান গৃহীত পুরস্কার ও মনোনয়ন তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাল সম্পর্কে[সম্পাদনা]

@WAKIM: আমার মনে হয় সব স্থানে সাল একই রকম ফরম্যাটে রাখার জন্য যে সালের পুরস্কার সে সাল অনুসারে হওয়া উচিত। পুরস্কার কবে অনুষ্ঠান করে প্রদান করা হল বা ঘোষণা করা হল সেটির চেয়ে যে সালের জন্য দেওয়া হয় সেই সাল অনুসারে রাখলে ভালো হয়। না হলে, এক এক নিবন্ধে এক এক রকম হয়ে যায়। “....বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার” - এখানে দশক অনুসারে অনুচ্ছেদ সাজানো। এখন ধরো, ২০১০ এর পুরষ্কার দেওয়া হয়েছে ২০১২তে, এবার ২০১২ ধরে শুরু করলে কিন্তু মিলে না শেষ পর্যন্ত অনুচ্ছেদগুলো, এজন্য খুব সম্ভবত ওইগুলো যে বছরের জন্য পুরস্কার পেয়েছে সেই বছরই রাখা হয়েছে। সুতরাং সব স্থানে এমন রাখলে কনফিউশন থাকে না পাঠকের। সাথে সাথেিএকই পুরস্কার নিয়ে ভিন্ন ভিন্ন নিবন্ধে সালের ভিন্নতাও থাকে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৬, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: বিভাগ অনুযায়ী পুরস্কারে যে বছরের পুরস্কার সে বছরের রাখা হয়েছে বছরের সাথে সামঞ্জস্য রাখার জন্য, পাশাপাশি আয়োজনের ক্রম বা কততম আয়োজন সেটাও রাখা হয়েছে। যেমন অস্কারের বছরের শৈলীটা অনুসরণ করলে দেখতে পাবে বছর (আয়োজন) এভাবে দেওয়া আছে। মূলত এই শৈলীটাই গ্রহণযোগ্য ও সেটাই ব্যবহার করা হয়েছে। কিন্তু কোন ব্যক্তির পুরস্কারের ক্ষেত্রে যে বছরে তিনি পুরস্কারটি পেয়েছেন সেই বছরের উল্লেখ থাকবে। এক্ষেত্রে নির্বাচিত পুরস্কারের তালিকাগুলো মানদণ্ড হিসেবে ধরা যায়, যেমন ডিক্যাপ্রিওর পুরস্কারের তালিকাটি দেখলে দেখতে পাবে যে বছরের কলামে প্রদানের বছরটির উল্লেখ রয়েছে, কোন বছরের কাজ সেটি নয়। অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে কোন বছরে পুরস্কারটি পেয়েছেন সেটি মুখ্য, কোন বছরের সেটি নয়, কারণ অনেক ক্ষেত্রে যে বছরের কাজ সেই বছরে, বা তার পরের বছরে, বা আরও দু-এক বছর পরে পুরস্কার প্রদান হতে পারে, তখন প্রদানের বছরটিই উল্লেখ করা হবে এবং লেখার শৈলী হবে "তিনি --- (২০০১) কাজের জন্য ২০০১, ২০০২ বা ২০-- সালে পুরস্কারটি পেয়েছেন। তাই প্রদানের বছর রাখাটাই উচিত।--ওয়াকিম (আলাপ) ১৪:২৭, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]