আলাপ:জনতুষ্টিবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ শিরোনাম: ‘Populism’-এর বাংলা[সম্পাদনা]

নিবন্ধে ‘Populism’-এর বাংলা ‘জনপ্রিয়তাবাদ’ করার পিছনে কি কোনো নির্ভরযোগ্য সূত্র আছে নাকি ‘Popular’-এর বাংলা ‘জনপ্রিয়’ হিসেবে ‘Populism’-এর বাংলা ‘জনপ্রিয়তাবাদ’ করা হয়েছে? আমি বাংলা ভাষার দুইটি বহুল প্রচারিত ও নির্ভরযোগ্য গণমাধ্যমে (বিবিস বাংলাপ্রথম আলো) ‘Populism’-এর বাংলা হিসেবে ‘গণতুষ্টিবাদ’ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। @Ooarii: নিবন্ধপ্রণেতা হিসেবে আপনার মতামত আশা করছি। — তানভির • ১৭:১২, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, এটি একটি রাজনৈতিক অবস্থান, যা জনপ্রিয়তার সাথে নয়, গণতুষ্টির সাথে বেশি সম্পর্কিত। গণতুষ্টিবাদী রাজনীতিকগণ মূলত জনগণের একটি বড় অংশকে তুষ্ট করার অবস্থান নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়ানো চেষ্টা করেন। অর্থাৎ, গণতুষ্টির মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের প্রচেষ্টা। এসব দিক থেকে চিন্তা করলে ‘গণতুষ্টিবাদ’ বেশি গ্রহণযোগ্য পরিভাষা। — তানভির • ০১:০৬, ১৫ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Wikitanvir আমি আপনার মন্তব্য পড়লাম। "গণতুষ্টিবাদ" অধিক সঠিক শব্দ হিসাবে প্রতীত হয়। "জনপ্রিয়তাবাদ" ব্যবহার করার পিছনে কারণ হল আমি উইকিপিডিয়া বাংলায় তৃণমূল কংগ্রেস নিবন্ধের তথ্যছকে(Infobox) এই পরিভাষাটি খুঁজে পেয়েছিলাম। Ooarii (আলাপ) ১২:৫১, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Ooarii, Wikitanvir আচ্ছা গণতুষ্টি নামে পাতা স্থানান্তরের পরই এই আলোচনা নজরে আসলো, আমি দেখতে পাচ্ছি যে গণতুষ্টিবাদের পাশাপাশি জনতুষ্টিবাদের ব্যবহারও হচ্ছে। এমনকি সার্চ ইঞ্জিনগুলো গণতুষ্টিবাদের খোঁজ করলে জনতুষ্টিবাদ হাজির করছে সামনে। জনতুষ্টিবাদ থেকে পুনর্নির্দেশ করে দিয়েছি। Aishik Rehman (আলাপ) ১৩:০১, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Ooarii ও @Aishik Rehman, আমি নিজেও বিষয়টি লক্ষ করলাম। সেক্ষেত্রে আমার মত ‘জনতুষ্টিবাদ’-এর পক্ষে থাকবে। এটি সুনিশ্চিতভাবেই বহুল ব্যবহৃত ও প্রচলিত। আমার মূল পয়েন্ট ছিলো ‘প্রিয়’ বনাম ‘তুষ্টি’ সংক্রান্ত। আমি আপনার পুননির্দেশনা সরিয়ে ‘জনতুষ্টিবাদ’-এ পাতাটি সরিয়ে নিচ্ছি। — তানভির • ০৯:৩৮, ১৮ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]