আলাপ:জংলি ধান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম প্রসঙ্গ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং NahidHossain: বিশ্ব পরিবেশ দিবস এডিটাথনের নিবন্ধন তালিকায় en:Hygroryza নিবন্ধের বাংলা নাম জংলি ধান দেওয়া। কিন্তু নিবন্ধটির অনুবাদ করার পর মনে হল এর সাথে ধানের কোন সম্পর্ক নেই। বরং নিবন্ধের কয়েকটি জায়গায় water grass দেওয়া থাকায়, আমার ধারণা এই নিবন্ধের নাম জলজঘাস হওয়া অধিক যৌক্তিক। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৪:৫০, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটা মূলত আগাছা ধরনের উদ্ভিদ। জলজ ঘাস ও এর নাম। তবে সাধারণ নাম হিসেবে জংলী ধান ই ব্যবহার হয়। এটাতে আমাদের দেখা ধান এর সাথে কোন সম্পৃক্ততা নাই তাই পড়ে এরকম মনে হতেই পারে। --NahidHossain (আলাপ) ১৪:৫৩, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]