বিষয়বস্তুতে চলুন

আলাপ:চলচ্চিত্র সম্পাদনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Masum-al-hasan কর্তৃক ৬ বছর পূর্বে "নিবন্ধ সম্পর্কে" অনুচ্ছেদে

নিবন্ধ সম্পর্কে

[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে, আপনাকে পুরো ইংরেজি নিবন্ধটি অনুবাদ করতে হবে। ইংরেজি নিবন্ধের বেশ কয়েকটি অনুচ্ছেদ আপনি বাদ দিয়েছেন এবং কয়েকটি অনুচ্ছেদ সম্পূর্ণ অনুবাদ করেননি। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ শেষ করুন এবং এখানে জানান (না জানালেও আমরা মাঝে মাঝেই অসম্পূর্ণ নিবন্ধগুলো চেক করি সুতরাং আপনি সংশোধন করলেই আমরা দেখবো)। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। আমি পুনরায় পর্যালোচনা করে দেব। Babushoeb (আলাপ) ১০:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সুধী babushoeb, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ইংরাজি 'Film Editing' পাতার একটি অনুচ্ছেদ আমি অনুবাদ করিনি, তা হল 'See also'। ঐ see also তালিকাভুক্ত একটি পাতারও বাংলা সংস্করণের অস্তিত্ব নেই। এমতবাস্থায় বাংলা পাতায় 'আরও দেখুন' বলে একটি অনুচ্ছেদ (অস্তিত্বহীন পাতার তালিকা) যোগ করা আমি সমীচীন মনে করিনি। যদি মনে করেন ঐটিও প্রয়োজন, তাহলে দয়া করে জানান, আমি অবশ্যই যোগ করে দেব। এছাড়া আর কোন কোনে অনুচ্ছেদ বাদ পড়ে গেছে বা অসম্পূর্ণ রয়ে গেছে যদি একটু বলে দেন তো সুবিধা হয়, আমি অবশ্যই সম্পূর্ণ করে দেব। Anjanandi (আলাপ) ১৫:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সুধী Babushoeb, আরও যতটা সম্ভব ইংরিজি পাতার সদৃশ করে দিলাম। এখনও কিছু অসম্পূর্ণতা থাকলে দয়া করে জানান। Anjanandi (আলাপ) ১৫:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

'See also' অনুবাদ না করলেও চলতো। যেহেতু তালিকাভুক্ত একটি পাতারও বাংলা সংস্করণের অস্তিত্ব নেই। প্রিয়, @Babushoeb: আপনি উকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে খুব বেশি অভিজ্ঞ নন। তাই কোন সংশয়পূর্ণ কিছু পেলে, অভিজ্ঞ উইকিপিদিয়ান্দের সাথে আলোচনা পরবর্তি পদক্ষেপ গ্রহণ করুন। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন