আলাপ:চলচ্চিত্রনির্মাণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Moheen: পূর্বের নামটি (চলচ্চিত্র নির্মাণ) সঠিক বলে মনে করছি। বাংলায় একত্রে এই শব্দটি লেখা হয় না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৫, ২১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উদাহরণ হিসবে এই বইটির নাম দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ২১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
বিশ্বজূড়ে Filmmaking একটি একক শব্দ/নাম/কৌশল হিসেবে পরিচিত। বাংলায় দুইভাবেই লেখা হয়। দেখুন: , ক. পরিচ্ছেদের পঞ্চম লাইন, আনন্দবাজার পত্রিকা~মহীন (আলাপ) ১৭:২২, ২১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
এক্ষেত্রে আফতাবের সাথে একমত। ইত্তেফাকের শিরোনামে খুব সম্ভবত জায়গা সংকলন করতে ওভাবে লেখা হয়েছে কারণ ভিতরে ঠিকই আলাদা ব্যবহার করেছে। অন্যটির একটি ব্লগীয় ম্যাগাজিন, আরেকটি আন্দবাজারের সহ পত্রিকা হলেও অনলাইন সংস্করণে কতটুকু বানান সচেতন বা ভুল করে যে একসাথে হয়ে যায় নাই তার নিশ্চয়তা নাই। মোটকথা বাংলাতে এটা দুই শব্দ। ইংরেজি শব্দ একক হলেও বাংলা অর্থ একক হবে এমন কথা নাই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৩, ২২ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]