আলাপ:চন্দ্রগোমী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চন্দ্রগোমী বাংলা ভাষার বৈয়াকরণিক ছিলেন কি?[সম্পাদনা]

সূচনায় বলা হয়েছে, "চন্দ্রগোমী সপ্তম শতাব্দীর প্রাচীন বাংলার একজন প্রসিদ্ধ বৈয়াকরণ ছিলেন যিনি চান্দ্র-ব্যাকরণের স্রষ্টা ছিলেন"।; খুবই উত্তেজক সংবাদ। সপ্তম শতাব্দীতে বাঙ্গালা (বাংলা) নামে কোন ভাষা ছিল কি? কোন ভুল হচ্ছে না তো? অবশ্য হতে পারে আমারই ভুল। হাতের কাছে বই নেই, যাচাই করা যাচ্ছে না। --Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:১১, ৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফয়জুল সাহেব, একটু ভুল হচ্ছে। আমি কোথাও লিখিনি বাংলা ভাষার বৈয়াকরণ ছিলেন। আমি লিখেছি ভূগোল অর্থে অর্থাৎ তৎকালীন বঙ্গদেশ অর্থে। আপনি নিবন্ধের বিষয়শ্রেণী লক্ষ্য করুন, সেখানে সংস্কৃত ব্যাকরণবিদের বিষয়শ্রেণী যোগ করা আছে। লেখাটি পড়ে বাংলা ভাষা বলে মনে হলে আপনি দয়া করে লেখার ধাঁচ পাল্টে দিতে পারেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২৫, ৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
তাই হবে। তিনি সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ, আর আবির্ভাব ৫ম, ৬থ বা ৭ম শতাব্দীতে (নানা মুনির নানা মত দেখা যাচ্ছে)।, সূচনাংশ একটু হের-ফের করা হলো। --Faizul Latif Chowdhury (আলাপ) ০২:৩৯, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]