আলাপ:চট্টগ্রাম মাদ্রাসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:চট্টগ্রাম সরকারি মাদ্রাসা থেকে পুনর্নির্দেশিত)

শিরোনাম স্থানান্তর প্রসঙ্গে[সম্পাদনা]

@অর্ঘ্য বড়ুয়া, এখানে ইতিপূর্বে আপনাকে শিরোনাম স্থানান্তরের বিষয়ে সতর্ক করেছিলাম। পুনরায় আপনি এই চট্টগ্রাম মোহসিনীয়া মাদ্রাসা নিবন্ধটা আলোচনা ছাড়াই স্থানান্তর করেছেন, এটা সম্পূর্ণ অনুচিত। আশা করি জবাব দিবেন। আর এই রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা এই নিবন্ধের আলাপ পাতায় এই সংক্রান্ত আলোচনা পাবেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০২:০৪, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@DeloarAkram, আলোচনা ছাড়া চট্টগ্রাম সরকারি মাদ্রাসা নিবন্ধের নাম স্থানান্তর করা অনুচিত হয়েছে -এ বিষয়ে আমি আপনার সাথে একমত।
শিরোনাম প্রসঙ্গে বললে, এখানে মোহসিনীয়া শব্দটি নিয়ে আমার আপত্তি রয়েছে। যদিও মহসিন ফান্ডের অর্থায়ন ছিল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ভূমিকায়। কিন্তু আমি কোনো নথি বা বইয়ে মোহসিনীয়া শব্দটির উল্লেখ দেখিনি। প্রতিষ্ঠানটি মূলত "চট্টগ্রাম মাদ্রাসা" নামেই পরিচিত। যেহেতু এটি চট্টগ্রামের একমাত্র সরকারি মাদ্রাসা ছিল তাই একে "চট্টগ্রাম সরকারি মাদ্রাসা" বলা ভুল কিছু নয়। আমি মনে করি "মোহসিনীয়া" শব্দটি কেবল ঢাকা মোহসিনীয়া মাদ্রাসার নাম থেকেই আমদানি হয়েছে। চট্টগ্রামের মাদ্রাসার ক্ষেত্রে এর ব্যবহার আমার চোখে পড়েনি। "চট্টগ্রাম মাদ্রাসা" নামটির পক্ষে কিছু তথ্যসূত্র:
[১]
[২] ~ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ১৫:৩১, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@অর্ঘ্য বড়ুয়া এর পর থেকে দ্বিমত পোষণ হতে পারে, এমন বিষয়ে আলোচনা করে কাজ করবেন। আপনি কি এই পাতাটি আলাপ:রাজশাহী মাদ্রাসা পড়ে দেখেছেন?? এই পাতাতে আমি সরকারি শব্দটির প্রতি বিরোধিতা করেছি। আমি আসলে রাজশাহী মাদ্রাসা বা ঢাকা মাদ্রাসা নামের ন্যায় চট্টগ্রাম মাদ্রাসা নামের প্রতি একমত হতে পারি। আর আপনি যেসব সূত্র দিয়েছেন, বা আমি আলাপ:রাজশাহী মাদ্রাসা আলোচনায় সেসব সূত্র দিয়েছি, সেগুলো চট্টগ্রাম মাদ্রাসা নামকেই সমর্থন করে।
আর বাংলাদেশে নামের সাথে "সরকারি" শব্দটা এমনিতেই ব্যবহার করা হয়, অফিশিয়াল নামের জন্য নয়। এখন যেহেতু এইসব প্রতিষ্ঠান সক্রিয় নয়, তাই সরকারি বলে উল্লেখ করা প্রয়োজন নেই। সরকারি শব্দটা উল্লেখ থাকলে ধারণা হতে পারে, এটা এখনো সরকার থেকে অনুদান প্রাপ্ত সক্রিয় প্রতিষ্ঠান! এজন্য চট্টগ্রাম মাদ্রাসা নাম হওয়া উচিত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:০২, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram, চট্টগ্রাম সরকারি মাদ্রাসার শিরোনাম থেকে "সরকারি" শব্দটি বাদ দেয়া উচিত হবে না এই কারণে যে, প্রতিষ্ঠানটি ছিল চট্টগ্রামের একমাত্র সরকারি মাদ্রাসা। যেখানে আজকের দিনেও সরকারি মাদ্রাসা বিরল। তাই এটিকে প্রতিষ্ঠানটির একক বৈশিষ্ট্য বলা যায়। এর জন্য এটিকে "সরকারি মাদ্রাসা" হিসেবেও উল্লেখ করা হয়েছে বিভিন্ন নথিতে।
এক্ষেত্রে "অফিসিয়াল নাম" বলতে কিছুই নেই। কারণ, প্রতিষ্ঠানটির আসল নাম কি ছিল এই সম্পর্কে আমি অনিশ্চিত। "চট্টগ্রাম মাদ্রাসা" বা "সরকারি মাদ্রাসা" এর উৎস হলো
জনশ্রুতি এবং ও ব্রিটিশ নথিতে পাওয়া পারিভাষিক শব্দ।
আলাপ:রাজশাহী মাদ্রাসার আলোচনা গুলো আলোচনা-কালেই আমার নজরে ছিল। এখানে রাজশাহীর মাদ্রাসার ক্ষেত্রে "সরকারি" শব্দ ব্যবহার উচিত হবে না কারণ, রাজশাহী সরকারী মাদ্রাসা নামের একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে। চট্টগ্রামের মাদ্রাসার ক্ষেত্রে এমন সমস্যা নেই। ~ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৩:২৯, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@অর্ঘ্য বড়ুয়া আপনি যেসব সূত্র দিয়েছেন, সেগুলোতে মাদ্রাসাটির নাম চট্টগ্রাম মাদ্রাসা নামে উল্লেখ আছে। আর এসব মাদ্রাসার আসল নাম কি সেটা এইখানে পাবেন। আসল নাম ঢাকা মোহসিনীয়া মাদ্রাসা, রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা আর চট্টগ্রাম মোহসিনীয়া মাদ্রাসা। তবে এগুলো শহরের নামেই বেশি পরিচিত ছিলো। এইজন্য ঢাকা মাদ্রাসা বা চট্টগ্রাম মাদ্রাসা নামে অধিক পরিচিত ছিলো। আর সব জায়গায় বলা আছে, এটি একটি সরকারি মাদ্রাসা। তবে এটার নাম চট্টগ্রাম মোহসিনীয়া মাদ্রাসা বা চট্টগ্রাম মাদ্রাসা। উপরে বাংলাপিডিয়ার নিবন্ধটি পড়ুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৫৬, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram, সেক্ষেত্রে পাতাটি চট্টগ্রাম সরকারি মাদ্রাসা শিরোনামেই থাকুক। যদি এটি নিয়ে আপনার দ্বিমত থাকে, তাহলে চট্টগ্রাম মাদ্রাসা শিরোনামে স্থানান্তর করা যেতে পারে। যদিও "সরকারি" শব্দটি যোগ করা কোনো ভুল নয়। তবে অন্যকিছু যোগ করা উচিত হবেনা। ~ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:১৬, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]