আলাপ:গ্রহণী (ক্ষুদ্রান্ত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটির নামকরণ ডিওডেনাম হলে আরও গ্রহণযোগ্য হয়।একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যতটুকু জানি,এটাকে ডিওডেনাম বলে,ডুওডেনাম নয়।

এ ব্যাপারে প্রশাসকদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।— Chhondo (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

শিরোনাম[সম্পাদনা]

@Zaheen:, প্রচলিত অনুসারে ডিওডেনাম নামে স্থানান্তর হওয়া উচিত। তাছাড়া চিকিৎসাবিজ্ঞানেও একে ডিওডেনাম নামে পড়ানো হয়। সাজিদ আলাপ ১১:০২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বাংলা পরিভাষায় শিরোনাম "গ্রহণী"-তে স্থানান্তর করে দিচ্ছি। ডিওডেনাম, ডুওডেনাম, ইত্যাদি ইংরেজি পরিভাষাগুলি প্রথম অনুচ্ছেদেই উল্লেখ করা থাকলো। --অর্ণব (আলাপ | অবদান) ১১:০৬, ১৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]