আলাপ:খেলাঘর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যক্তিনাম সংযোগ প্রসঙ্গে[সম্পাদনা]

আমার জানামতে মামুন হুসাইন নামে কোনো নিবন্ধ উইকিপিডিয়ায় বিদ্যমান নেই। এজন্যই আমি এই নিবন্ধটি পর্যালোচনার জন্য যোগ করেছি। প্রয়োজনীয় তথ্যসূত্র যুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে আরো করা হবে। আশা করি, আমার নিবন্ধটি উইকির নিবন্ধে যুক্ত হবে। Drahfarid (আলাপ) ১৭:২৪, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বায়োগ্রাফি তৈরি[সম্পাদনা]

প্রিয়, উইকিপিডিয়া-পর্যালোকবৃন্দ! আমি এই উইকিপিডিয়ায় এক বছর হল অনুবাদের কাজ করছি। এটিই আমার নতুন নিবন্ধ। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ নামের কোনো নিবন্ধ উইকিতে নেই। তাই আমি দীর্ঘ প্রচেষ্টার পর নিবন্ধটি গুছিয়ে এনেছি। অনুগ্রহপূর্বক, নিবন্ধতি পর্যালোচনা করে প্রকাশের অনুমতি দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ।Mobassir-Sakfi (আলাপ) ১০:৫৩, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বায়োগ্রাফি প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয়, উইকিপিডিয়া-পর্যালোকবৃন্দ, আমি মালা খন্দকার নামে একটি বায়োগ্রাফি সম্পাদনা করেছি। যেটি পর্যবেক্ষণের জন্য জমাও দিয়েছি, এই মালা খন্দকার নামে উইকিপিডিয়াতে আর কনো সম্পাদনা নেই। আমি উক্ত সম্পদনায় মালা খন্দকারের উপযুক্ত তথ্য ও প্রমানের সাথে সম্পাদনা করেছি। আশা করি আপনারা আমার সম্পাদনাটি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে দেখবেন এবং উক্ত নিবন্ধনটি প্রকাশের অনুমতি দিয়ে বাধিত করবেন, ধন্যবাদ।ব্যবহারকারী:Mannanislam/খেলাঘর (Mannanislam (আলাপ) ১৪:০১, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি)) ৩১/০৮/২০২১[উত্তর দিন]