আলাপ:কেন টম্পসন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

থ শব্দটি মার্কিনীরা ও ইংরেজরা উচ্চারণ করে না। থমাস না, এটা হবে টমাস। একই ভাবে এই নিবন্ধে হবে টম্পসন, থম্পসন নয় (আমার বন্ধু ন্যাট টম্পসনকে জিজ্ঞাসা করে পুনর্বার নিশ্চিত হয়েছি)। বাংলাতে অনেক ক্ষেত্রেই থমাস বলা হয়, কিন্তু টমাস (যা বাংলাতেও অনেক ক্ষেত্রেই প্রচলিত শব্দ), সঠিক। একই কথা টেম্‌স নদীর ক্ষেত্রে প্রযোজ্য। --রাগিব (আলাপ | অবদান) ২১:৩২, ১৪ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব[সম্পাদনা]

এই নিবন্ধের সূচনা বাক্যে লেখা হয়েছে জনাব কেন টম্পসন "প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব"।, কিন্তু এ কথার মানে বোঝা যাচ্ছে না, অভিধানের সহায়তা নিয়েও না। কেন? —Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:০৯, ৪ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]