আলাপ:কিতাব আল কিমিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম "কিতাব আল কিমিয়া" হলে বেশি সঠিক হত বলে মনে হয়। মধ্যযুগের রসায়নের ক্ষেত্রে "কিমিয়া" কথাটা প্রচলিত। Intakhab ctg (আলাপ) ১০:৪৯, ২ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও প্রথমে কিমিয়া নাকি কিমাইয়া বানান রাখবো সেটা নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম। ইংরেজী বানানে kimia এর স্থলে kimya থাকায় এই বানানটি বেছে নিয়েছিলাম। কিমিয়া শব্দটির সাথে আমিও পরিচিত। অবশ্য পুরাতন লাতিনে খালিদ ইবনে ইয়াজিদকে কালিদ, জাবির ইবনে হাইয়ানকে গিবর নামে অভিহিত করেছে। ইংরেজী উইকিতে এভাবেই আছে। কিন্তু এক্ষেত্রে আমি আরবি উইকি ফলো করেছি। ওকে কিমিয়া করা হলো। ফেরদৌস (চ্যাট!) ১৩:১৬, ২ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]