আলাপ:কালো সেপ্টেম্বর (জর্ডানের গৃহযুদ্ধ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৭ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম[সম্পাদনা]

@Aftabuzzaman: ব্ল্যাক সেপ্টেম্বর একটি কনফ্লিক্টের নাম এবং মুটামুটি একটি প্রচলিত টার্ম বলা যায়। সুতরাং এটাকে কালো সেপ্টেম্বর নামকরণে বিরোধীতা করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৪, ৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ নাহিদ সুলতান, আলোচনার অবতারণা করার জন্য। ব্ল্যাক সেপ্টেম্বর মুটামুটি একটি প্রচলিত বলা যায় কিন্তু তা বাংলায় নয়, ইংরেজিতে। আপনে এখানে দেখুন d:Q154288#sitelinks-wikipedia, এটি যদি এতই প্রচলিত হয় তাহলে অন্য ২৫টির ভাষার উইকির অন্তত একটিতেও কেন ব্ল্যাক সেপ্টেম্বর নামকরণ করা হয়নি কেন বলতে পারেন। গুগলে ব্ল্যাক সেপ্টেম্বর নামে সন্ধান করলে বাংলায় যতগুলি ফলাফল পাই তা হল ১৯৭২ সালে জার্মানিতে অনুষ্ঠেয় অলিম্পিক ক্রীড়া স্থলে "ব্ল্যাক সেপ্টেম্বর" নামক গ্রুপ ১১ জন ইজারায়েলিকে হত্যা করে তা নিয়ে এবং কোনটাই এই নিবন্ধের বিষয়বস্তুকে নির্দেশ করে না। যেতেতু এই সংঘর্ষ বাংলায় ব্ল্যাক সেপ্টেম্বর নামেও প্রচলিত না, তাহলে উইকিতে শুরু হিসেবে এই সংঘর্ষের নাম বাংলায় দিলে অসুবিধা কিসে? যেমনটি বাকি ২৫টি ভাষা করেছে। কালো সেপ্টেম্বর যদি ভালো পরিভাষা না হয় তাহলে আপনি অর্ণব ভাইকে জিজ্ঞেস করুন। উনি আমার থেকে অভিজ্ঞ ও ভালো বলতে পারবেন। --আফতাব (আলাপ) ১৫:০৮, ৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আমিও বাংলার পক্ষপাতী, বলাই বাহুল্য। আফতাব ঠিকই বলেছেন যে অন্যান্য প্রায় সব ভাষাতে সেপ্টেম্বর কথাটার সাথে ঐ ভাষার "কালো" শব্দটি যোগ করে শিরোনাম তৈরি করা হয়েছে। বাংলাতেও তা-ই রাখা যায়। আরও কথা আছে। "কালো সেপ্টেম্বর" দিয়েও বিষয়বস্তু ঠিক পুরোপুরি বোঝা মুশকিল। কথাটা ফিলিস্তিনি আরবি আইলুল আল-আসওয়াদ থেকে সরাসরি অনূদিত, যা খানিকটা POV-যুক্ত। একমাত্র জার্মান উইকিপিডিয়াতে দেখছি "জর্দানের গৃহযুদ্ধ" নামটা দেওয়া হয়েছে, আর ইতালীয় ভাষায় নাম আছে "জর্দানের কালো সেপ্টেম্বর"। আমারও মনে হয়, বাংলা শিরোনামের বন্ধনীতে এরকম করে "(জর্দানের গৃহযুদ্ধ)" উল্লেখ করে দিলে আরও ভাল হয়। স্বচ্ছতা বাড়বে। অর্ণব (আলাপ | অবদান) ০১:০৩, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে অর্ণব ভাইর সাথে একমত পোষণ করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৭, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তাহলে অর্ণব ভাইয়ের বলা শিরোনামটায় দেয়া হোক। --আফতাব (আলাপ) ১৯:২৫, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন