আলাপ:কালের সংক্ষিপ্ত ইতিহাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একীকরণ প্রয়োজন[সম্পাদনা]

আ ব্রিফ হিস্টরি অফ টাইম নামে এই নিবন্ধটি আগে থেকেই এখানে আছে। তাই এ নিবন্ধের লেখাগুলো সেখানে সাজিয়ে গুছিয়ে লিখে দেবার অনুরোধ। আর সেই সাথে পাতাটাও রিডিরেক্ট করতে হবে। আর বইটার নাম অনুবাদ করার কারণ দেখি না। কারণ বইটি এই নামেই প্রকাশিত। বাংলায় এই নামটি আমরা অনুবাদ করে পেয়েছি, যা বলা যায় বাণিজ্যিক কারণেই। — তানভির আলাপ অবদান ১২:৫৪, ৩০ নভেম্বর ২০০৯ (ইউটিসি) নিবন্ধটি ইতিমধ্যেই আছে।[উত্তর দিন]

শিরোনাম পরিবর্তন করা হল[সম্পাদনা]

বইটির শিরোনাম আ ব্রিফ হিস্টরি অফ টাইম থেকে কালের সংক্ষিপ্ত ইতিহাস নামে নেয়া হয়েছে। ১৯৯২ খ্রিষ্টাব্দের ৭ই মে স্টিফেন হকিং শত্রুজিৎ দাশগুপ্তকে তাঁর গ্রন্থটির বাংলা অনুবাদের জন্য স্বত্ত্ব প্রদান করলে কালের সংক্ষিপ্ত ইতিহাস নামে শত্রুজিৎ দাশগুপ্ত অনূদিত গ্রন্থটি "বাউলমন প্রকাশন" কর্তৃক ১৯৯৩ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়।

উইকির নিয়ম হল যদি কোন কিছুর শিরোনাম স্ব-ভাষায় থাকে, তবে আগে স্ব-ভাষায় শিরোনাম রাখা। যদি না থাকে তাহলে মূল শিরোনাম রাখা। হোক, মূল নাম জনপ্রিয়। এই বইয়ের অন্য উইকির সংস্করণ দেখলেও তা দেখা যাবে। যেমন: ফরাসি উইকি fr:Une brève histoire du temps, ইতালীয় it:Dal big bang ai buchi neri. Breve storia del tempo, জার্মান de:Eine kurze Geschichte der Zeit, স্পেনীয় es:Breve historia del tiempo, পর্তুগিজ pt:Uma Breve História do Tempo, রুশ ru:Краткая история времени ইত্যাদি। আরো উদাহরণস্বরুপ, শেখ মুজিবুর রহমানের বইয়ের মূল নাম অসমাপ্ত আত্মজীবনী হলেও ইংরেজি অনূদিত নাম The Unfinished Memoirs ও সেই নামেই ইংরেজি উইকিতে রাখা হয়েছে। --আফতাব (আলাপ) ২০:০৯, ১৫ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]