আলাপ:কানাডার প্রদেশ ও অধীনস্থ অঞ্চলসমূহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"কুইবেক" উচ্চারন হতে "কেবেক"[সম্পাদনা]

@Zaheen:, ভাইয়া "কুইবেক" থেকে "কেবেক" উচ্চারনটা কেমন জানি অদ্ভুত লাগছে । দয়া করে যদি একটু বলতেন এই "কেবেক" উচ্চারনটি হওয়ার পেছনের কারন!! রোমান (আলাপ) ০৬:৩১, ০২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Shahidul Hasan Roman:Québec হল কানাডার সবচেয়ে প্রাচীন প্রদেশ, কিন্তু একই সাথে এটি কানাডার সবচেয়ে গুরত্বপূর্ণ ফরাসিভাষী প্রদেশ। কানাডার এক-চতুর্থাংশ লোক এই প্রদেশে বাস করে। ফরাসি ভাষা এই প্রদেশের প্রধান সরকারী ভাষা। ইংরেজি এখানকার দ্বিতীয়, সংখ্যালঘু ভাষা। মোট জনগণের ৮০%-র মাতৃভাষা ফরাসি ভাষা। এখন Québec হচ্ছে একটি ফরাসি শব্দ। ফরাসিতে এর উচ্চারণকে বাংলা করলে বানান হয় "কেবেক"। ইংরেজি যেহেতু কেবেক প্রদেশের মূল ভাষা নয়, তাই ইংরেজি উচ্চারণের বাংলা করাটা আমার মতে ঠিক নয়। তাছাড়া বাংলা ভাষাতেও ফরাসি উচ্চারণটি খুব সহজেই বানান করে লেখা সম্ভব। এই সব যুক্তি মিলেই আমি প্রদেশটির নিবন্ধের নাম "কেবেক" রাখার পক্ষপাতী। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:০৬, ২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]