আলাপ:কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৭ বছর পূর্বে

কোথাকার কম্পিউটার কৌশল বিভাগ? কোন বিশ্ববিদ্যালয়ের? এ সম্পর্কে আলাদা নিবন্ধ করার কোনো প্রয়োজন দেখছিনা। আর অনেক বিশ্ববিদ্যালয়েই এই বিভাগটি আছে। --রাগিব (আলাপ | অবদান) ১৩:৩০, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমার পরামর্শ ,শুরুতে উইকিপিডিয়ান দের ইংরেজি উইকি দেখে একটু ধারণা নিয়ে শুরু করা উচিত। --Hasan.zamil ১৩:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিবন্ধের সাথে একত্র করা যেতে পারে। --mak ১৮:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
আমি আসলে ব্যবহারকারীর প্রতি সম্মান দেখিয়ে পাতাটি রেখে রেডাইরেক্ট করে দিয়েছি, কারণ ব্যবহারকারী খুবই নতুন ছিল। পরবর্তীতে এগুলো এক করে ফেলা হবে।--বেলায়েত ২২:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
ওহ, তাই তো ভাবছি, এক সাথে এতো জন জাবি'র ছাত্র আসলো কোথা থেকে। ঠিক আছে, আপাতত বেলায়েত ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ইংরেজি উইকিপিডিয়ার একটা কথা চালু আছে, Don't bite the newbies, অর্থাৎ নতুন ব্যবহারকারীদেরকে সবসময় "দুধ-ভাত" হিসাবে (যেমনটা বাচ্চাদের খেলার সময় নতুনদেরকে বলা হয়) সেভাবে গন্য করতে হবে। আসলে আমরা সবাই তো এক সময় নতুন ছিলাম, শুরুতে সবাইকেই এরকম অনভিজ্ঞতার মধ্য দিয়ে এগোতে হয়েছে। আমি ঐ সময় অনলাইনে ছিলাম না, থাকলে অভ্যর্থনা বার্তা তখনই দিতাম। আর আমার টিউটোরিয়ালের ৩য় পাঠ (অর্থাৎ লেখার স্টাইল সম্পর্কে পাঠ) লেখার সময় হয়ে এসেছে। --রাগিব (আলাপ | অবদান) ০০:৩৯, ১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন