আলাপ:কচ্ছের রণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

এই নিবন্ধের শিরোনাম "কচ্ছের রণ" হবে, মরুভূমি নয়। এটা থর মরুভূমিতে অবস্থিত একটা লবণের জলাভূমি। তাছাড়া এই নাম বাংলাতে প্রচলিত (কচ্ছের রণ, রান, রন ইত্যাদি বানানে)। আমি "মাধ্যমিক ভূগোল", নবম দশম, বসু মল্লিকের বই অনুসারে রণ লিখলাম ([১])। একটা জিনিস চিন্তা করুন, যে ইংরেজ, ফরাসিরা তাঁদের ভাষাতে আগা-থেকে-গোড়া সব অনুবাদ করে সেইসব ভাষাতেও এটি রণ নামে প্রচলিত (মরুভুমি নামে না কিন্তু)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৬, ১০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]