আলাপ:এ্যানিম্যাক্স (ভারত)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

আফতাব ভাই এই চ্যানেলটির মূল নাম এ্যানিম্যাক্স (ইন্ডিয়া)। সুতরাং এ্যানিম্যাক্স (ভারত) শিরোনামে স্থানান্তর করলে এখানে শুধুমাত্র ইন্ডিয়াকে বাংলায় অনুবাদ করা হচ্ছে। যার ফলে প্রধান শিরোনামের সাথে মিল থাকছেন। তাই চ্যানেলটির ইংরেজী নিবন্ধের সাথে মিলেরে জন্য পুনরায় স্থানান্তরের জন্য অনুরোধ থাকল।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৩:০৫, ১০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি তো "এ্যানিম্যাক্স (ইন্ডিয়া)"-তেই ভুল করে ফেলেছেন। ইংরেজি উইকিপিডিয়াতে "(India)" লিখে অর্থাত বন্ধনীর ভিতর "(ভারত)" লিখে নিবন্ধটি নাম অন্য এ্যানিম্যাক্স চ্যানেল হতে আলাদা বা দ্ব্যর্থতা নিরসন করা হয়েছে। খেয়াল করুন: এ্যানিম্যাক্স (ইন্ডিয়া)এ্যানিম্যাক্স ইন্ডিয়া এক জিনিস নয়। এ্যানিম্যাক্স (ইন্ডিয়া) দ্বারা বুঝায় চ্যানেলের নাম এ্যানিম্যাক্স, এখানে ইন্ডিয়া লিখে অন্য নিবন্ধ হতে নাম আলাদা করা হয়েছে। আর এ্যানিম্যাক্স ইন্ডিয়া দ্বারা বুঝায় চ্যানেলটির নামই "এ্যানিম্যাক্স ইন্ডিয়া", এখানে ইন্ডিয়া লিখে নাম আলাদা করা হয় নি।
তবে হ্যাঁ, চ্যানেলটির কর্তৃপক্ষ যদি চ্যানেলটির নাম এ্যানিম্যাক্স (ইন্ডিয়া) এভাবে লিখে থাকে তাহলে আমার উপরের কথাগুলি বাদ ধরে "এ্যানিম্যাক্স (ইন্ডিয়া)" নামে এই নিবন্ধ স্থানান্তর করে ফেলুন --Aftab1995 (আলাপ) ১৬:২৩, ১০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]