আলাপ:উৎপলা সেন
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Mukerjee কর্তৃক ১৭ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে
এই পাতাটি উৎপলা সেন নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
বানান
[সম্পাদনা]উত্পলা না উত্পলা? তফাত্ এই যে দ্বিতীয়টি খণ্ড-ত, এবং প্রথমটি যুক্তাক্ষর (উত্তম vs উত্তম)- কিছু keyboardএ (e.g. অভ্র) দুবার হ্সন্ত টিপে খণ্ড-ত পাবেন; একবার হ্সন্তে যুক্তাক্ষর ।
নিবন্ধটি লেখার পর খেয়াল হল যে উত্পলা (যুক্তাক্ষর) বানানটি বেশি ব্যবহার হয়।
আশ্চর্য ব্যাপার যে move করার সময় wikipedia বলছে যে দুই বানানই এক; কিন্তু উত্পলা দিয়ে খুঁজলে বলছে পাতা নেই!
আপাতত: redirect করা সম্ভব হলো, কিন্তু নিবন্ধের নামটাই বদলানো প্রয়োজন। কেউ কি জানেন এটি কি করে করা যেতে পারে? Mukerjee ০৭:৫৭, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)
- সরিয়ে ফেলুন নামে একটি অপশন আছে। ইতিহাস ফশনটির ঠিক পাশেই। সেখানে ক্লিক করে কোন নামে স্থানান্তরিত করতে চান লিখলেই হল। আমি এটি করে দিয়েছি। -- মুহাম্মদ ০৮:২৭, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)
- "সরিয়ে ফেলুন"ই তো করেছিলাম। সে বললে দু'টি নামই এক! অথচ "চলো" এবং "#redirect" (ঘুরে আসা) বলছে বানান দুটো আলাদা! Mukerjee ১২:০২, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)
- কি আশ্চর্য। লিনাক্সে এই বানান উৎপলা সেন' ভুল দেখাচ্ছে। উত্পলা সঠিক দেখাচ্ছে। তাই আমি পূর্বের নামের পক্ষে।
- লিনাক্সে অবশ্য দাড়িটাও ঠিক মত দেখায় না। --μακσυδ • আলাপ ০৮:৪৫, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)
- আমি আবার উইন্ডোজে এবং এখানে সবকিছুই ঠিক দেখাচ্ছে। বরঞ্চ উত্পলা টাকেই বাজে লাগছে। --μακσυδ • আলাপ ০৯:৫৩, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)
- এগুলো হচ্ছে বাঙলা installation-er তফাতে। যা দেখা যাচ্ছে যে এই সব সূক্ষ ব্যাপারে এখনও systems / standards গুলো stabilize করে নি! Mukerjee ১২:১১, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)