আলাপ:ইয়াজউদ্দিন আহম্মেদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামের বানান[সম্পাদনা]

পত্রপত্রিকা দেখে মনে হচ্ছে উনার নামের বানান 'ইয়াজউদ্দিন আহম্মেদ' হওয়া উচিত। --ইমরান ০৭:২৮, ১৩ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমি একমত। এখনো কোন গণমাধ্যমে ইয়াজুদ্দিন বানানটি চোখে পড়েনি।--রাজিবুল ১৫:৪৬, ২১ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
@Md. Haseeb Afeef: আপনি কি নিশ্চিত এই ব্যক্তির নামের বানান আহমেদ হবে? আমি বেশিরভাগ জায়গায় ম্ম দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ, ২০০৭ সালে প্রকাশিত এই বাংলাদেশ গেজেটের শেষ পৃষ্ঠায় (আর্কাইভ) তার নাম দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৮, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমি জাতীয় গ্যাজেটে এই কাজের পূর্বে এই ব্যক্তির নাম দেখিনি। তবে যেকয়টি সরকারি ওয়েবসাইটে নাম পেয়েছি সবস্থানেই আহমেদ দেখেছি। যেমন-
এছাড়া বেশিরভাগ জনপ্রিয় পত্রিকার অনলাইন সংস্করণেও আহমেদ দেখেছি। যেমন-
ভুলটি ধরিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে সম্পাদনার পূর্বে আরও সচেতন হবো, ইনশাআল্লাহ।
@Md. Haseeb Afeef: বুঝতে পেরেছি। আপাতত ম্ম হিসেবে থাকুক। একদম ১০০% নিশ্চিত হওয়া গেলেই তখন পাল্টানো যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৯, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]