আলাপ:আর-রিসালা (শাফিঈ'র বই)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ফুরকান ইবন্ সা'দাদ কর্তৃক ১ বছর পূর্বে "অনুবাদ সংশোধন" অনুচ্ছেদে

অনুবাদ সংশোধন[সম্পাদনা]

সুধী, @ফুরকান ইবন্ সা'দাদ: আপনার অনুবাদকৃত মাওলিদ আল-বারজানজি নিবন্ধে যান্ত্রিক অনুবাদ ও রচনাশৈলীতে সমস্যা ছিল। যা সংশোধন করে দিয়ে গ্রহণ করেছি। তবে, এই নিবন্ধেও সমস্যা আছে তাই সংশোধন করে জানানোর অনুরোধ। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৫৪, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে, সচেতন ভাবে পর্যবেক্ষণ দৃষ্টি চলমান রেখে চলেছেন । যা খুব প্র‍য়োজন রয়েছে এই ক্ষেত্রে । ইতিপূর্বে আমি আমার এই নিবন্ধের আদ্যোপান্ত ভাল করে দেখে যান্ত্রিক অনুবাদের রেশ দূর করেছি এবং রচনাশৈলীতেও পরিবর্তন আনার প্রয়াস নিয়েছি । অনুগ্রহ করে দেখে নিবেন । আপনার সুস্বাস্থ্য কামনা করছি । আবারও ধন্যবাদ আপনাকে । ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১০:৩৮, ২৯ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
গৃহীত হলো। তবে, আপনি বাক্যের শেষে দাড়ির আগে স্পেস দিচ্ছেন, যা প্রয়োজন নেই। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২৮, ২৯ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon, খেয়াল রাখবো যাতে পরবর্তীতে আর না হয়,,,। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ২১:১৪, ২৯ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন