আলাপ:আমেরিন্দীয় ভাষাসমূহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

প্রিয় @সাইফুল ১৮১০: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে এবং বাংলা উইকিপিডিয়ার নিয়ম অনুসারে, আমরা যান্ত্রিক বা পাঠকের জন্য দূর্বোধ্য এমন কোন নিবন্ধ গ্রহণ করতে পারি না। উইকিপিডিয়ার যেকোন নিবন্ধ পাঠকের জন্য পাঠযোগ্য হতে হবে এবং লেখা বা অনুবাদ সবসময় প্রাঞ্জল হতে হবে। আপনার অনুবাদ করা এই নিবন্ধটিতে এরকম যান্ত্রিকতা বিদ্যমান। যদিও আপনি সংশোধনের চেষ্ঠা করেছেন কিন্তু এটি যথেষ্ট নয়। উদাহরণস্বরুপ, ধরুন ইংরেজি নিবন্ধটি নেই এবং কোন একজন পাঠক শুধুমাত্র বাংলা নিবন্ধটি পড়ছেন সেক্ষেত্রে, ভূমিকা অনুচ্ছেদ পড়লে তিনি কিছু বুঝতে পারবেন বলে মনে হয় না। ভূমিকা ছাড়াও পুরো নিবন্ধটি আপনি নিজে একবার পড়ুন, আশাকরি তাহলেই বুঝতে পারবেন নিবন্ধটি সংশোধনের প্রয়োজন রয়েছে। সরাসরি ইংরেজি থেকে যে শব্দ যেখানে আছে সেরকম আক্ষরিক অনুবাদ না করে পরোক্ষ অনুবাদ ও সহজবোধ্য করে নিবন্ধটি সংশোধন করুন দয়া করে। নিবন্ধ সংশোধন করে এখানে জানান, পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৯, ১৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় @NahidSultan: ভাই, আমি কিছু ভুল ঠিক করেছি এবং "ইন-টেক্সট সাইটেশন" ব্যবহার করেছি। দয়া করে পুনরায় আমার নিবন্ধটি রিভিউ করলে খুশি হব। ধন্যবাদ।--সাইফুল (আলাপ) ১৪:৪৮, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি + ৬)

শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

@Aftabuzzaman: @Zaheen: নিবন্ধটার শিরোনাম দেওয়া হয়েছে "আন্দীয় ভাষা"।

  • প্রথমত, "আন্দীয়" কেন? এই প্রস্তাবিত ভাষা পরিবারের একটা বিভাগ হচ্ছে "আন্দীয়" (যেটাকে একবার "আন্দীয়" আবার "আন্দিয়ান" লেখা হয়েছে)।
দক্ষিণ আন্দীয় >> আনদিয়ান-ছিবছান-পাইজান >> আন্দিয়ান
ইংরেজিতে "Amerind" আছে। অন্য কোন ভাষাতেও "আন্দীয়" নেই।
  • দ্বিতীয়ত, "ভাষা" না হয়ে "ভাষাসমূহ" হবে। এটা একটা ভাষা পরিবারের বিষয়ে নিবন্ধ।

--- তনয় ১০:১৭, ১২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman: @Zaheen: @NahidSultan: উপরিউক্ত বিষয়টা বিবেচনা করে দেখবেন। য় (আলাপ) ০৩:৩৫, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanay barisha:, ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমেরিন্দীয় ভাষাসমূহ না অ্যামেরিন্দীয় ভাষাসমূহ হবে? --আফতাব (আলাপ) ১৫:৫৫, ২৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman: আপনার এই মন্তব্যটার কোন নোটিফিকেশন পাইনি, তাই উত্তর দিতে দেরি হল। আমেরিন্দীয় বা আমেরিন্দো (ইন্দো-আমেরিকান থেকে) হতে পারে। আমি কোন বইয়ে এই বিষয় কিছু খুঁজে পাইনি। -- য় (আলাপ) ১৭:৪৪, ১৫ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]