আলাপ:আব্দুস সুবহান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন্ম তারিখ বিতর্ক[সম্পাদনা]

প্রিয়, @DelwarHossain এবং S. M. Nazmus Shakib: ভাই, ইতোমধ্যে দেলোয়ার ভাই বাংলা উইকিপিডিয়ায় এবং সাকিব ভাই ইংরেজি উইকিপিডিয়াতে আমার সম্পাদনাটি পূর্বাবস্থায় ফেরত এনেছেন। পূর্বাবস্থায় ফেরত আনার জন্য আমার কোনো সমস্যা ও অভিযোগ নেই। নিবন্ধের ব্যক্তিটি মারা যাওয়ার পূর্বে অর্থাৎ আজ দুপুর পর্যন্ত ওনার জন্ম তারিখ বাংলা ও ইংরেজি উইকিপিডিয়াতে ১৯২৯ দেখানো হয়েছে। সেই হিসেবে ওনার বয়স ৯০। আমি মূলত নিবন্ধটির জন্ম তারিখ অপসারণ করেছি কারণ আজকে ওনার মৃত্যুর পর বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদপত্র যেমনঃ প্রথম আলো, দৈনিক আমাদের সময়, বাংলা ট্রিবিউন ও আরও কয়েকটিতে ওনার জন্ম তারিখ ভিন্ন ভিন্ন দেখাচ্ছে। সেগুলোতে ওনার বয়স ৮০, ৮৪, ৮৩ এবং ৮৬ বছরও দেখাচ্ছে। তাই বিভ্রান্তি এড়াতে জন্মতারিখ অপসারণ করেছি। যদিও উপরোক্ত সংবাদপত্রগুলো নির্ভরযোগ্য এরপরও এগুলোতে ভিন্নতা দেখা যাচ্ছে। আপনারা চাইলে গুগলে আব্দুস সোবহানের মৃত্যু লিখে কয়েকটি সংবাদপত্র দেখতে পারেন। সাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা, আপনি দৈনিক আমাদের সময়ের সূত্র দিয়েছিলেন যেখানে শুরুতে নামের পাশে বন্ধনীতে করে বয়স ৮০ লেখা হয়েছে এবং শেষের দিকে ১৯৩৬ সালে জন্মসাল লেখা হয়েছে অর্থাৎ ১৯৩৬ হিসেবে ওনার বয়স ৮৩/৮৪। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon: জন্ম তারিখ ও বয়স গাণিতিক হিসেবে সম্পর্কযুক্ত হলেও দুটি ভিন্ন বিষয়। যেমন ১৯৩৬ হলো জন্মসাল আর ৮৩ বা ৮৪ এটি হলো বয়স। দৈনিক আমাদের সময়ে নির্দিষ্ট করে জন্ম তারিখ উল্লেখ করেছে আমি সেটি যুক্ত করার উদ্দেশ্যে আপনার সম্পাদনা বাতিল করেছি। পরে মনে হলো বাতিল না করেও সম্পাদনা সংশোধন করা যেতো। ১৯৩৬ ছাড়া অন্য কোনো সাল উল্লেখ আমি পাইনি। তাই এটিই প্রাথমিক উৎস থেকে প্রাপ্ত হিসেবে যুক্ত করেছি। তবে প্রায়ই রাজনীতিবিদদের জন্মতারিখ নিয়ে সংবাদপত্রগুলোতে বৈপিরিত্য লক্ষ করা যায়। তবে আমি জামায়াতের দাফতরিক ওয়েবসাইটে আব্দুস সুবহানের জন্মতারিখটা খুঁজেছি পাইনি। তবে নামের বানানটা বৈপিরিত্য দেখলাম ‘সোবাহান’ উল্লেখ করেছে তারা, নিবন্ধে ও গণমাধ্যমে সুবহান। তাই আপাতত এটিই থাকুক। পরে বিষয়টি আরো হালনাগাদ তথ্য পেলে পরিবর্তন করা যাবে।--দেলোয়ার () • ১৪:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  •  মন্তব্য @Al Riaz Uddin Ripon: সুধী, সাম্প্রতিককালে মৃত্যুবরণকারী ব্যক্তিদের নিবন্ধ নিয়মিত তৈরি করে থাকি, সে অভিজ্ঞতার আলোকে বলছি, উপমহাদেশে যারা সম্প্রতি মৃত্যুবরণ করেন, তাদের ক্ষেত্রে একাধিক বয়স পাওয়া খুবই স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে, আমি সচারচর যে বয়সটা বেশি পত্রিকায়/গণমাধ্যমে উদ্ধৃত হয় সেটা দেই। আর, যদি কোন পত্রিকায় স্পষ্টকরে বলে দেওয়া থাকে অমুক তারিখে জন্মগ্রহণ করেছেন, তাহলে সে হিসেবে মৃত্যু তারিখ যোগ করে থাকি। আর, আমাদের সময়ের যে নিবন্ধে বয়স উল্লেখ করেছে তারা, তা তাদের মত অনুসারে সঠিক নয়। তাদের মত অনুসারে বয়স ৮৩ (৮৪ বললেও পারিপার্শ্বিকতার সাপেক্ষে মানা যায়, তবে কোন মতেই ৮০ নয়)।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৪:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


@DelwarHossain এবং S. M. Nazmus Shakib: কয়েকটি সংবাদপত্রের লিংক দিলাম যেখানে বয়স ৮০, ৮৩ এবং ৮৬ লেখা হয়েছে। দেখে নিতে পারেন।

তাই আমি মনে করি জন্ম তারিখটি না দেওয়াই শ্রেয়। পরবর্তীতে আরও নির্ভরযোগ্য সূত্র পেলে যোগ করা যেতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


@DelwarHossain এবং S. M. Nazmus Shakib: দেলোয়ার ভাই, এইমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে শোকবার্তায় দেখলাম যেখানে লেখা হয়েছে ওনি ৯২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুতরাং বুঝতেই পারছেন জন্ম তারিখ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। সেজন্য জন্ম তারিখ না দিলেই ভালো হবে মনে হয়। পরে আরও সূত্র পেলে যোগ করা যাবে। লিংক https://jamaat-e-islami.org/news-details.php?category=4&news=12211

ধন্যবাদান্তে,— আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@DelwarHossain এবং Al Riaz Uddin Ripon: সুধীবৃন্দ বিডিনিউজ (২০১৫), ডেইলি সান (২০১৮), জনকণ্ঠ (২০১৫) এই লিংকগুলো পেলাম, যাতে বলা হয়েছে তিনি ১৯ ফেব্রুয়ারি ১৯৩৬ তারিখে জন্মগ্রহণ করেন। তাছাড়া, নয়াদিগন্ত পত্রিকাতেও তার জন্মতারিখ ১৯ ফেব্রুয়ারি ১৯৩৬ বলা হয়েছে। এছাড়া, আজ নিউজ করা যুগান্তরবৈশাখী টিভিও বলেছে তার জন্মতারিখ ১৯ ফেব্রুয়ারি ১৯৩৬। সেই অনুসারে তার জন্মতারিখ ১৯ ফেব্রুয়ারি ১৯৩৬ ও সে অনুসারে মৃত্যুতারিখ লেখা উচিত বলে মনে করি।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৫:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon: বয়সটা বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করে লেখা হয়, যার প্রমাণ একাধিক সূত্রে বৈপিরিত্য। কিন্তু সে হিসেবে জন্মসাল চিন্তা করাটা ঠিক হবে না এবং নিবন্ধেও তা করা হয়নি। নাজমুস শাকিব ভাই তো উৎসগুলো উল্লেখ করেছেন তাতে আব্দুস সুবহানের জন্মসাল স্পষ্ট করা হয়েছে, তাই এটি না দেয়ার কেনো যৌক্তিকতা দেখছি না। এ হিসেবে জন্মসাল বিতর্ক এখানেই শেষ হচ্ছে বলে মনে করেছি। --দেলোয়ার () • ১৫:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@DelwarHossain এবং S. M. Nazmus Shakib: আমি/আপনারা/আমরা চাই উইকিপিডিয়ার পাঠকরা আমাদের মাধ্যমেই সঠিকটা জানুক, তাই যেকোনো তথ্য যোগ করার পূর্বে তথ্যের ভুলের কারণে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য আলোচনা করি এবং সংশোধনের চেষ্টা করি। তাই এই আলোচনায় আপনাদের মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শাকিব ভাইকে উপরের কয়েকটি তথ্যসূত্র সহযোগে জন্ম তারিখ ১৯৩৬ সালের ১৯ ফেব্রুয়ারি হিসেবে সংশোধনের অনুরোধ জানাচ্ছি। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মেয়াদকাল[সম্পাদনা]

@Al Riaz Uddin Ripon: ভাই, পঞ্চম জাতীয় সংসদের মেয়াদকাল ১৯৯১–১৯৯৫। আর বিএনপি বাদে বাকি সব দলের সদস্য মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেছিলেন। (অফলাইন তথ্যসূত্র)

আর, অষ্টম জাতীয় সংসদের মেয়াদকাল ২০০১–২০০৬।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৭:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@S. M. Nazmus Shakib: যেটা ঠিক সেটা সংশোধন করে দিতে পারেন। নিবন্ধটির ইংরেজি উইকিপিডিয়াতে তথ্যছক যোগ করার কারণে বোধয় আমাকে এই বার্তায় উল্লেখ (Ping) করেছেন। যদিও তথ্যছকটি আমি বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ থেকে কপি করে অনুবাদ করেছিলাম। তো, যাইহোক, সঠিকটা বলার জন্য ধন্যবাদ। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]