আলাপ:আদম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 2400:C600:3585:10F3:1:0:9B4D:620B কর্তৃক ৩ মাস আগে "ভুল সংশোধন করে নতুন কিছু যোগ করা হয়েছে" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম[সম্পাদনা]

এ্যাডাম উৎকট নাম, এটা আদপে উচ্চারণই করা সম্ভব নয়, অন্তত অ্যাডাম হতে পারতো। তবে অ্যাডাম করতে কথা বলছি না— এই নিবন্ধের নাম আদম হওয়া উচিত। বাংলাতে আদম শব্দটি আরবি আদম আর ইংরেজি Adam দুটোরই প্রতিশব্দ। আপেলকে আপেল ই বলি, অ্যাপল বলা ভাষারীতি বিরুদ্ধ।

এই বর্তমান নিবন্ধটিতে, যেটি আদম নামে নতুন শিরোনাম হওয়া উচিত, আদমের বিষয়ে সব সোর্স থেকে আলোচনা থাকবে। এটি হবে আদম বিষয়ে মূল নিবন্ধ এবং ইংরেজি en:Adam এর অনুবাদ। আর ইসলাম ধর্মে আদম নামে আরেকটি প্রবন্ধতে শুধু ইসলামী দৃষ্টিভঙ্গি থাকবে। আদম (ইসলামের পয়গম্বর) নামে একটি নিবন্ধ ইতিমধ্যে দেখতে পাচ্ছি, ওটারই নাম হওয়া উচিত ইসলাম ধর্মে আদম। এবং যে সকল নবি-রাসুল-পয়গম্বরগণ ইসলাম-ইহুদি-খ্রিষ্টান ধর্মে অভিন্ন, তাদের সংক্রান্ত নিবন্ধগুলোর একই ফরম্যাটের শিরোনাম থাকা উচিত। অর্থাৎ একটা মূল নিবন্ধ যেমন যিশু নামে মূল প্রবন্ধ এবং এর সাথে সংশ্লিষ্ট ধর্মের দৃষ্টিকোন অনুযায়ী ইসলাম ধর্মে ইশা, খ্রিষ্টান ধর্মে যিশু নামে আলাদা প্রবন্ধ। ইংরেজিতে তাই আছে।

— ঋষি দরবেশ আলাপ ১৫:০২, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আরাফাত হাসান এর বক্তব্য যুক্তিপূর্ণ এবং যথার্থ। এমনটাই হওয়া উচিত। আমি সমর্থন করছি।— Fowzul Azim (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Ahm masum: ভাই, আমিও এ ব্যাপারে একমত। বানানটি 'অ্যাডাম' হলে ভালো হয় বলে আমিও মনে করি। — আদিভাইআলাপ০৪:২৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

আফতাব ভাই, এই নিবন্ধটি ও ইসলামে আদম এই নিবন্ধটির পরস্পর নাম বদলানো উচিত। কারণ আদম নিবন্ধে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আদমকে বিচার করা হয়েছে। তাই অ্যাডাম নিবন্ধটির নাম আদম (নবী) আর ইসলামে আদম নামটি আদম নামে স্থানান্তর করার সুপারিশ করছি। —Wiki RuHan [ Talk ] ১৯:২৩, ২৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Ruhan: এই আদম নিবন্ধটিতে সামগ্রিকভাবে নবী আদমকে নিয়ে থাকার কথা (কেবল ইসলামী দৃষ্টিভঙ্গি অনুসারে না)। ইসলামে আদম নিবন্ধটিতে কেবল ইসলামী দৃষ্টিভঙ্গি অনুসারে থাকার কথা। আমি হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১২, ২৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভুল সংশোধন করে নতুন কিছু যোগ করা হয়েছে[সম্পাদনা]

ইসলামে আদম নিয়ে কোন প্রকার ছবি যোগ করা যাবে না , এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে কেননা আদম আলাই সাল্লাম অনেক আগে এসেছে তার ছবি কেমন আমরা জানি না সুতরাং কাল্পনিক করা যাবে না। 2400:C600:3585:10F3:1:0:9B4D:620B (আলাপ) ১৬:০৯, ২২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য ভুল সংশোধন করে দেয়া হয়েছে 2400:C600:3585:10F3:1:0:9B4D:620B (আলাপ) ১৬:১১, ২২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন